নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে তরুণকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
Published: 27th, July 2025 GMT
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গৃহবধূকে (২৪) ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের সাবরেজিস্ট্রারের কার্যালয়ের সামনের সড়ক থেকে তাঁকে আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন।
গ্রেপ্তার তরুণের নাম আনোয়ার শেখ (২৮)। তিনি উপজেলার বড়খাপন ইউনিয়নের জয়নগর এলাকার বাসিন্দা। আজ রোববার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
এ সম্পর্কে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আনোয়ার শেখকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের একটি এলাকায় ওই গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর গতকাল রাতে ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় তরুণকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা, ভুক্তভোগী গৃহবধূর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত আনোয়ার শেখ ওই গৃহবধূর বাসার পাশে অন্য একটি বাসায় তাঁর পরিবার নিয়ে ভাড়া থাকেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই নারীর পরিবারের লোকজন বাসার বাইরে ছিলেন। এ সুযোগে আনোয়ার শেখ গৃহবধূকে বাসায় একা পেয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এ বিষয়ে কাউকে বললে মেরে ফেলার হুমকি দেন। কিন্তু গৃহবধূ তাঁর পরিবারের লোকজনকে বিষয়টি জানান। খবরটি এলাকায় জানাজানি হলে ক্ষুব্ধ লোকজন অভিযুক্ত আনোয়ারকে গতকাল সন্ধ্যায় আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী গৃহবধূ বলেন, ‘আমি আনোয়ার শেখের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছি। এ ঘটনায় আমি তাঁর উপযুক্ত বিচার চাই।’
.