নীলফামারী সদর উপজেলায় ১২ বছর পর কবর থেকে আবু বকর সিদ্দিক নামের এক ব্যক্তির দেহাবশেষ (হাড়গোড়) উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামে পারিবারিক কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি তোলা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আবু বকর সিদ্দিকের ছেলে লিটন রহমান তার বাবাকে হত্যা করা হয়েছে অভিযোগ করে ২০২৪ সালের ৩ নভেম্বর ২০২ জনকে আসামি করে নীলফামারী আমলী আদালতে একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে আজ কবর থেকে দেহাবশেষ তোলা হয়েছে। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে।

আরো পড়ুন:

ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

লিটন রহমান অভিযোগ করে বলেন, ‘‘২০১৩ সালের ১৪ ডিসেম্বর আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এই ঘটনার মূল নায়ক ছিলেন আসাদুজ্জামান নূর। আমরা আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

ঢাকা/সিথুন/রাজীব

.