ভারতের উত্তরাখণ্ডের একটি গ্রামে ভয়াবহ মেঘ ভাঙনের ফলে ভূমিধস ও আকস্মিক বন্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার ক্ষীর গঙ্গা নদীর জলাধার এলাকায় এই মেঘ ভাঙনের ঘটনা ঘটে।

প্রাপ্ত ভিডিওর বরাত দিয়ে এনডিটিভি অনলাইন জানিয়েছে, পাহাড় থেকে তীব্র পানির স্রোত উত্তরকাশীর থারালি গ্রামের দিকে প্রবাহিত হচ্ছে এবং অনেক ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করেছেন যেখানে আতঙ্কে মানুষের চিৎকার শোনা যাচ্ছে।

উত্তরকাশী পুলিশ ধ্বংসযজ্ঞের ছবি পোস্ট করেছে এবং নদী থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে। 

পোস্টে বলা হয়েছে, “এই ঘটনার পরিপ্রেক্ষিতে, সবারাই নদী থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত। নিশ্চিত করুন যে আপনি নিজে, শিশু এবং প্রাণীরা নদী থেকে নিরাপদ দূরত্বে রয়েছে।”

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, ত্রাণ দল উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

তিনি এক্স-এ একটি পোস্টে লিখেছেন, “ধারালি (উত্তরকাশি) অঞ্চলে মেঘ ভাঙনের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এসডিআরএফ, এনডিআরএফ, জেলা প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট দল যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। এই বিষয়ে, আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমি সবার নিরাপত্তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।”

ঢাকা/শাহেদ

.