বন্দরে অস্ত্রের মুখে জিম্মি করে কুরিয়ার সার্ভিস কোম্পানীর ৩০ লাখ টাকা ছিনতাই করে পালিয়েছে ছিনতাইকারিরা।  এ সময় কোম্পানীর দুই কর্মকর্তার ডাক চিৎকারে স্থানীয় জনতা ধাওয়া করে ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

 তবে তিন ছিনতাইকারী আটক হলেও টাকা নিয়ে বাকি ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ আটক ছিনতাইকারীদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করে। রোববার (১০ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় বন্দর থানার স্বল্পেরচক এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আটককৃত ছিনতাইকারিরা হলো- মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার হোসেনদী গ্রামের বাবুল মিয়ার ছেলে শাকিল (২৫), একই এলাকার স্বপন মিয়ার ছেলে কাউসার (১৯) ও বন্দর কোটপাড়া বৌবাজার এলাকার দ্বীন ইসলামের ছেলে তাইজুল (২৪)।

স্টেট ফার্স্ট কুরিয়ার সাভিস কোম্পানীর বন্দর শাখার ম্যানেজার আব্দুস সোবহান জানান, তিনি ও একাউন্টেট বোরহান উদ্দিন ব্যাগে করে কোম্পানীর ৩০ লাখ টাকা বন্দর খেয়াঘাট সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকে জমা দেয়ার জন্য রওনা হয়।

পরে তারা  স্বল্পেরচক এলাকায় এলে ৫/৬জন ছিনতাইকারী তাদের পথ রোধ করে লোহার রড দিয়ে তাদের এলাপাথারি মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ব্যাগ নিয়ে পালানোর সময় তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করে ৩  ছিনতাইকারকে  আটক করে পুলিশে সোপর্দ করে।  

এ ব্যাপারে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনিস্পেক্টর আরিফ ছিনতাইয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ৩ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের জিজ্ঞাসাবাদ চলছে সেই সাথে ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।  
 

.