রোনালদোর জোড়া গোল, তবুও হারল আল-নাসর
Published: 11th, August 2025 GMT
হ্যাটট্রিকের উচ্ছ্বাস থেকে ফের জোড়া গোল। ক্রিস্টিয়ানো রোনালদোর ধারাবাহিক গোলমুখী পারফরম্যান্স যেন থামছেই না। কিন্তু ব্যক্তিগত উজ্জ্বলতা সত্ত্বেও দলের জয় এনে দিতে পারলেন না এই পর্তুগিজ কিংবদন্তি।
রোববার (১০ আগস্ট) রাতে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে আলমেরিয়ার বিপক্ষে ৩-২ গোলে হেরে মাঠ ছাড়ে আল-নাসর। পুরো ম্যাচে মাত্র দুটি শট অন টার্গেট পায় সৌদি জায়ান্টরা। দুটিই আসে রোনালদোর পা থেকে এবং দুটিই গোল হয়। তবুও দলীয় পারফরম্যান্সের ঘাটতি তাদের হারিয়ে দেয়।
ম্যাচের ৬ মিনিটেই সার্জিও আরিবাসের গোলে পিছিয়ে পড়ে আল-নাসর। তবে ১৭ মিনিটে পেনাল্টি থেকে নিখুঁত শটে সমতায় ফেরান রোনালদো। ৩৯ মিনিটে আবারও ডি-বক্সে তাকে ফাউল করলে দ্বিতীয়বারের মতো স্পট কিক পান তিনি এবং সেটিও সফলভাবে পরিণত করেন গোলে। স্কোরলাইন তখন ২-১। তবে আনন্দ বেশিক্ষণ টেকেনি। ৪৩ মিনিটে আদ্রি এমবারবার গোল ম্যাচে ফের সমতা আনে।
আরো পড়ুন:
নেই মেসি, হারল মায়ামি
বড় ব্যবধানে হেরেও ইতিহাস গড়ে মূলপর্বে বাংলাদেশ
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আলমেরিয়া। ৬১ মিনিটে আবারও এমবারবার গোল জয় নিশ্চিত করে দেয় স্প্যানিশ ক্লাবটির। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করলেও গোলপোস্টের পথ খুঁজে পায়নি আল-নাসর।
এখন প্রীতি ম্যাচে হারের হতাশা ভুলে প্রতিযোগিতামূলক লড়াইয়ের দিকে মনোযোগ দিচ্ছে তারা। আগামী ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল-ইত্তিহাদের মুখোমুখি হবে রোনালদোর দল।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।