নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক: মির্জা আব্বাস
Published: 6th, September 2025 GMT
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে হাসপাতালে যান মির্জা আব্বাস। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং নূরের সঙ্গেও কিছুক্ষণ কথা বলেন।
আরো পড়ুন:
আমার মেধাবী ছেলের খুলি ফ্রিজে, ওরে বিদেশে নেন: মামুনের মা
‘ভুয়া পুলিশ’ বলে সিআইডি টিমের ওপর হামলা
পরে হাসপাতাল প্রাঙ্গণে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি বলেন, “নূর অত্যন্ত সাহসী। তার ওপর যে হামলা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দেশের মানুষ তার পাশে আছে। নূরের চিকিৎসা ও সুস্থতার জন্য মানুষ প্রার্থনা করছেন।”
এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “সে ছোটখাটো অনেক বিষয় মনে রাখতে পারেন না, তার মেমোরি লস। তার শারীরিক অবস্থার কোনো উন্নত হয়নি এখনো। মাথা ঘুরায়, নাক দিয়ে পানি ঝড়ে এবং ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত। সরকার তাকে সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আশ্বাস দিলেও সরকারের একটি মহল চায় না তার শারীরিক অবস্থার উন্নতি হোক।” এছাড়া, শুক্রবার জাতীয় পার্টির অফিসে হামলা ভাঙচুরের বিষয়ে গণধিকার পরিষদের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও জানান রাশেদ খান।
ঢাকা/বুলবুল/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র ওপর
এছাড়াও পড়ুন:
গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ শাখার সভাপতিকে অব্যাহতি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ শাখার পদত্যাগী সভাপতি মো. আল আমিন সরদারকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গণঅধিকার পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আল আমিন সরদারকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পত্রে আরো উল্লেখ করা হয়, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মহসিন শেখকে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ২৪ অক্টোবর ৭৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ার ৭২ ঘণ্টা পার না হতেই সোমবার (২৭ অক্টোবর) যুবলীগ নেতা ও এনসিপি নেতাদের পদ দেওয়া এবং বিভাগীয় উপ-কমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির সভাপতিসহ ৫৯ জন নেতা পদত্যাগ করেন।
ঢাকা/বাদল/রফিক