নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে বাংলাদেশ দল
Published: 11th, September 2025 GMT
নেপালে সরকারবিরোধী বিক্ষোভে অচলাবস্থা তৈরি হওয়ায় কাঠমান্ডুতে আটকে পড়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কয়েকদিনের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে তারা দেশে ফেরার পথে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে জামাল ভূঁইয়ারা।
খেলোয়াড়দের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে প্রথম থেকেই তৎপর ছিল সরকার। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পুরো সময় সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন। তার সমন্বয়েই দ্রুত পদক্ষেপ নেয় প্রধান উপদেষ্টার কার্যালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনুরোধে সশস্ত্র বাহিনী বিভাগ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে দেয়।
আরো পড়ুন:
ফ্লাইট বাতিলে নেপালে আটকা জামালরা
নেপাল থেকে আজই দেশে ফিরছে বাংলাদেশ দল
বাংলাদেশ দল ফিফার দুটি প্রীতি ম্যাচ খেলতে ৩ সেপ্টেম্বর নেপালে গিয়েছিল। প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করলেও ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়নি বিক্ষোভের কারণে। একই দিনে দেশে ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়। ফলে কয়েকদিন হোটেলেই অবস্থান করতে হয় খেলোয়াড়দের।
অবশেষে জরুরি ভিত্তিতে নেওয়া উদ্যোগের ফলে নিরাপদেই ফিরছেন জামাল ভূঁইয়ারা।
ঢাকা/আমিনুল
.