ফতুল্লায় গ্রীস প্রবাসীর সম্পত্তি দখল করতে বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে ওই প্রবাসীর বাড়ির ভাড়াটিয়া মীর শরিফুল আলম (৫০) ও মো. মনির (৪৫) নামে দুজনের বিরুদ্ধে। এ ঘটনায় ওই প্রবাসীর ভাগ্নি সম্পত্তি রক্ষার্থে শায়মা আক্তার (৩৭) সোমবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে তিনি উল্লেখ করেন, আমার খালা মনোয়ারা আক্তার এবং খালু নুরুজ্জামান বাচ্চু দীর্ঘ দিন ধরে পরিবার নিয়ে প্রবাসে গ্রীসে বসবাস করেন। ২০০৩ সালের ৩১ ডিসেম্বর আমার খালু মোঃ নুরুজ্জামান বাচ্চু ফতুল্লা থানার কায়েমপুর মৌজাস্থিত ৬৪৫৮ নং দলিল মূলে ৫ শতাংশ জমি ক্রয় করেন।

পরে সেখানে ঘর বাড়ি উত্তোলন করে সেই ঘর ভাড়া প্রদান করে গ্রীসে পরিবার নিয়ে চলে যান। গত ১ অক্টোবর ১০ ঘটিকার সময় প্রবাসী আমার খালুর বাড়ির সেই ভাড়াটিয়া মীর শরিফুল আলম (৫০) পিতা মৃত মীর আব্দুল আউয়াল ও মোঃ মনির (৪৫) পিতা মৃত আব্দুল হালিম সাং কায়েমপুর থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ সহ অজ্ঞত ৭/৮ জন চিহ্নিত ভূমিদস্যু সন্ত্রাসী প্রকৃতির লোক এসে আমার খালার কায়েমপুর বাড়ির ভাড়াটিয়াদের ভয়ভীতি প্রদর্শন করে ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দেয় এবং সেই বাড়ি ঘর দখল করার পায়তারা করে। পরে তালা ঝুলিয়ে দেয়। 

আমরা খোজ নিয়ে জানতে পাড়ি আমার খালু মোঃ নুরুজ্জামান বাচ্চু মিয়ার বিরুদ্ধে মীর শরিফুল আলম ২০১০ সালে একটি পিটিশন মামলা করে যাহা গত ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি আদালত খারিজ করে দেয়। এরপর আবার শরিফুল আলম উক্ত আদেশের বিরুদ্ধে মিস আপিল দায়ের করেন।

যাহার নং ০৬/২০১৬। যেহেতু আমার খালা ও খালুর পরিবার প্রবাসে বসবাস করেন সেহেতু উক্ত বিবাদী বিগত ৩২০২১ সালের ৩১ আগষ্ট তারিখে আমাদের অজান্তে আমার খালুর পক্ষের উক্ত রায় স্থগিত করে দেয়। বিষয়টি জানতে পেরে আমরা পুনরায় হাই কোর্টে সিভিল রিভিউশন নং ২১৮০/২০২১ দায়ের করি।

এর পর বিগত ২০২২ সালের ১৭ মে উক্ত রিভিউশন মঞ্জুর করে ৬ মসের জন্য সে আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বেঞ্জ স্থগিতাদেশ প্রদান করেন। এর পর বিগত ২০২৪ সালের ২৬ নভেম্বর মো.