টেস্ট অধিনায়কের শর্ট লিস্টে চারজন!
Published: 23rd, October 2025 GMT
আগামী মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার পর অধিনায়কত্ব থেকে সরে যান নাজমুল হোসেন শান্ত। মূলত দুইটি কারণে অধিনায়কত্ব থেকে সরে যান তিনি। প্রথমত, বিসিবির তিন ফরম্যাটে তিন অধিনায়ক তত্ত্বের বিরোধী ছিলেন তিনি। দুই, তার ওয়ানডে অধিনায়কত্ব যে প্রক্রিয়ায় বিসিবি কেড়ে নিয়েছিল তা পছন্দ হয়নি তার।
বিসিবির ঘাড়ে এখন টেস্ট অধিনায়কত্ব নির্বাচনের মহাগুরুত্বপূর্ণ দায়িত্ব। কে অধিনায়ক হবেন তা নিয়ে জোর আলোচনা চলছে। শোনা যাচ্ছে, বিসিবি অধিনায়কত্বের জন্য চারজনের শর্ট লিস্ট করেছে। যেখানে শান্তর নামও আছে। এছাড়া মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও মুমিনুল হকের নামও আছে। তবে মুমিনুল আগেভাগেই না করে দিয়েছেন বলে খবর। ফলে শর্ট লিস্ট তিনজনে নেমে এসেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন অধিনায়ক নির্বাচন করা হয়ে যেতে পারে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আরো পড়ুন:
লিটন ফিরলেন টি-টোয়েন্টিতে, সৌম্য-সাইফ উদ্দিন নেই
সৌম্য-সাইফের তাণ্ডব থামল, রেকর্ডের পাতায় তাদের অর্জন
কিভাবে অধিনায়ক বাছাই করা হচ্ছে সেই প্রক্রিয়ার কথা বলেছেন আমিনুল, ‘‘টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সিটা আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে যে, আমরা কয়েকজনের সাথে কথা বলব। বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশনস কথা বলবে, যারা সিলেক্টর আছে তারা কথা বলবে এবং যারা কোচিং স্টাফ আছেন টপ তারা কথা বলবেন। কথা বলে যেই কোচ যেই ক্যাপ্টেনটা তারা মনে করবে যে সুইটেবল….