কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তিতে ধস: সরকারি নীতির প্রভাবে বছরে কমল ৪৩ শতাংশ
Published: 26th, October 2025 GMT
কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীর আগমন গত এক বছরে নজিরবিহীনভাবে কমে গেছে। ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডার (আইআরসিসি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান জানাচ্ছে, নতুন ফেডারেল নীতির প্রভাবেই ২০২৫ সালের আগস্টে আন্তর্জাতিক শিক্ষার্থী আগমন কমেছে ৪৩ শতাংশেরও বেশি। অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গৃহীত সরকারের নানা পদক্ষেপে এ প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।
২০২৫ সালের আগস্টে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে ভিসা নিয়ে কানাডায় পৌঁছেছেন মোট ৪৫ হাজার ৩৮০ জন। যেখানে ২০২৪ সালের একই মাসে এই সংখ্যা ছিল ৭৯ হাজার ৭৯৫ জন। অর্থাৎ এক বছরে নতুন শিক্ষার্থী আসা কমে গেছে ৪৩ দশমিক ১ শতাংশ।
আরও পড়ুনসুইডেনে ৭৫০টি ফুল-ফান্ডেড স্কলারশিপ, আবেদন স্নাতকোত্তরে, জীবনযাপন খরচ–ভ্রমণ ব্যয়সহ নানা সুযোগ২ ঘণ্টা আগেএ ধস কেবল এক মাসের নয়, বছরজুড়েই একই প্রবণতা লক্ষ করা যাচ্ছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়ে ১ লাখ ৩২ হাজার ৫০৫ জন কম নতুন শিক্ষার্থী কানাডায় এসেছেন আগের বছরের একই সময়ের তুলনায়। আরও উদ্বেগজনক তথ্য হলো, দেশে বৈধ স্টাডি পারমিটধারী মোট আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ২৬ শতাংশ। ২০২৪ সালের আগস্টে এই সংখ্যা ছিল ৬ লাখ ৫১ হাজার ২৩০, যা ২০২৫ সালের আগস্টে নেমে এসেছে ৫ লাখ ১৪ হাজার ৫৪০-এ।
২০২৪ সালের আগষ্ট থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত নতুন শিক্ষার্থী আসা কমে গেছে ৪৩ দশমিক ১ শতাংশ.