সাগর-রুনি হত্যার বিচারের আশা ছাড়িনি: প্রেস সচিব
Published: 26th, October 2025 GMT
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “অন্তর্বর্তী সরকার প্রথম দিন থেকে সাগর-রুনি হত্যার বিচারের বিষয়টা নিয়ে খুব সিরিয়াস। পিবিআইর স্পেশাল টিম এটা নিয়ে কাজ করছে। ওই সময়ে যারা সন্দেহভাজন হিসেবে আটক হয়েছিল, তাদের প্রত্যেককে খুঁজে বের করার চেষ্টা করছে। কিন্তু, এটা খুবই কষ্টসাধ্য। আমরা আশা ছাড়িনি। ইনশাআল্লাহ, বাংলাদেশে যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, একদিন আমরা জানতে পারব।”
রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, “সাগর-রুনির বিষয়টি পিবিআই অনুসন্ধান করছে। নতুন করে অনুসন্ধান শুরু হয়েছে। যেটা হচ্ছে যে, ওরা ওই সময় যত লোক আটক হয়েছিল, সবাইকে খুঁজে বের করার চেষ্টা করছে। কেউ কেউ জেলে ছিল, কিন্তু জেলের থেকে বেশিরভাগই বের হয়ে গেছে। তারা এখন কোথায় আছে, যে ক্লু দিয়ে আপনি এগোতে পারবেন, সেই ক্লু কিছুই রেখে যায়নি। ক্রাইম সিন নষ্ট করে দিয়েছে।”
প্রেস সচিব বলেন, “পিবিআই যদি কোনো ব্রেক থ্রু পায়, আমরা অবশ্যই আপনাদেরকে জানাব। কিন্তু, এটা খুবই কষ্টসাধ্য। সাগর-রুনি আমাদের বন্ধু, আমাদের সহকর্মী। এইরকম একটা ভয়ানক ঘটনা কল্পনাও করা যায় না।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ডিআরইউর সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় সংগঠনটির সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
ঢাকা/রায়হান/রফিক
.