লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর চিফ অব স্টাফকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় রবিবার এ তথ্য জানিয়েছে।

কয়েক মাসের মধ্যে এবারই প্রথম রাজধানীর দক্ষিণ উপকণ্ঠে এই প্রথম হামলা চালানো হলো। বৈরুতের দক্ষিণ শহরতলির একটি প্রধান সড়কে এই হামলা চালানো হয়। বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের আগে তারা যুদ্ধবিমানের গর্জন শুনেছেন।

হামলার বিষয়ে ব্রিফ করা একটি ইসরায়েলি সূত্র এবং লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার লক্ষ্য ছিলেন সামরিক কর্মকর্তা আলী তাবতাবাই। নেতানিয়াহুর কার্যালয় তাবতাবাই নিহত হয়েছেন কিনা তা জানায়নি।

একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল এই হামলার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে আগে থেকে অবহিত করেনি।

তিনি জানিয়েছেন, হামলার পরপরই প্রশাসনকে অবহিত করা হয়েছিল। তবে দ্বিতীয় একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কয়েকদিন ধরেই জানত যে ইসরায়েল লেবাননে হামলা বাড়ানোর পরিকল্পনা করছে।

২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র তাবতাবাইয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তাকে হিজবুল্লাহর একজন গুরুত্বপূর্ণ সামরিক নেতা হিসেবে চিহ্নিত করে এবং তার সম্পর্কে তথ্যের জন্য ৫০ লাখ ডলার পর্যন্ত পুরষ্কার ঘোষণা করে।

ঢাকা/শাহেদ

.