গণ-অভ্যুত্থান দিবসে নিরবের নতুন সিনেমার ঘোষণা
Published: 6th, August 2025 GMT
৫ আগস্ট ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবসে নতুন সিনেমার ঘোষণা দিলেন চিত্রনায়ক নিরব। ‘দেশ’ শিরোনামের এ সিনেমা পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ।
জানা গেছে, সিনেমাটির নাম ভূমিকায় দেখা যাবে নিরবকে। অর্থাৎ, দেশ নাম নিয়ে একজন সাহসী পুলিশ অফিসার রূপে পর্দায় উঠে আসবেন নায়ক।
সিনেমাটি নিয়ে নিরব গণমাধ্যমে বলেন, “সিনেমার গল্পটা যেহেতু দেশ নিয়ে, দেশের মানুষদের নিয়ে তাই সিনেমাটির ঘোষণা দেওয়ার জন্য গণ-অভ্যুত্থান দিবস (৫ আগস্ট) ছাড়া উপযুক্ত সময় হতেই পারে না।”
আরো পড়ুন:
দেহব্যবসায় নামানোর চেষ্টার অভিযোগে স্বামীর বিরুদ্ধে সানাইয়ের মামলা
ডিপজলের জমি দখলের অভিযোগ
অনুভূতি ব্যক্ত করে নিরব বলেন, “এখানে আমার চরিত্রের নামও দেশ। নিজের নাম যখন দেশ হয় তখন ভেতরে অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়। এখন সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে ‘দেশ’ এর শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। ওইদিন সিনেমাটির ফার্স্ট লুক উন্মোচন করারও চিন্তা রয়েছে।”
২০২৬ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ৫ আগস্ট সিনেমাটি মুক্তি পেতে পারে জানিয়েছেন নিরব।
এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে নিরবের ‘শিরোনাম’ সিনেমা। তাছাড়া সেপ্টেম্বরে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে জুটি বেঁধে শুরু করতে যাচ্ছেন ‘গোলাপ’ সিনেমার কাজ। এটি পরিচালনা করছেন সামছুল হুদা।
ঢাকা/রাহাত/শান্ত
.