অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের দিল সুখবর, অগ্রাধিকারে দক্ষিণ–পূর্ব এশিয়া
Published: 6th, August 2025 GMT
অস্ট্রেলিয়া সরকার ২০২৬ সালে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বাড়াচ্ছে। এই বছরের চেয়ে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে দেশটি ৯ শতাংশ বেশি বিদেশি শিক্ষার্থী নেবে। এই সুযোগে বিশেষ অগ্রাধিকার পাচ্ছেন দক্ষিণ–পূর্ব এশিয়ার আবেদনকারী শিক্ষার্থীরা।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছর ২ লাখ ৯৫ হাজার বিদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার ভর্তির সুযোগ পাবেন। গত সোমবার অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ২০২৫ সালের ২ লাখ ৭০ হাজার শিক্ষার্থীর তুলনায় এ সংখ্যা ২৫ হাজার বেশি।
অস্ট্রেলিয়া সরকারের পুনর্গঠিত অভিবাসন কৌশলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর লক্ষ্য শিক্ষা খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং আবাসন ও অবকাঠামোগত চাপ কমিয়ে আনা।
আগামী বছর ২৫ হাজার বেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ পাবেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে ফলাফল আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
আরও পড়ুনআরব আমিরাতের সেরা ১০ স্কলারশিপ: এভিয়েশন–মেডিকেলে পড়াশোনা ২ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে ফলাফল আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ১৯ ঘণ্টা আগে