অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের দিল সুখবর, অগ্রাধিকারে দক্ষিণ–পূর্ব এশিয়া
Published: 6th, August 2025 GMT
অস্ট্রেলিয়া সরকার ২০২৬ সালে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বাড়াচ্ছে। এই বছরের চেয়ে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে দেশটি ৯ শতাংশ বেশি বিদেশি শিক্ষার্থী নেবে। এই সুযোগে বিশেষ অগ্রাধিকার পাচ্ছেন দক্ষিণ–পূর্ব এশিয়ার আবেদনকারী শিক্ষার্থীরা।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছর ২ লাখ ৯৫ হাজার বিদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার ভর্তির সুযোগ পাবেন। গত সোমবার অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ২০২৫ সালের ২ লাখ ৭০ হাজার শিক্ষার্থীর তুলনায় এ সংখ্যা ২৫ হাজার বেশি।
অস্ট্রেলিয়া সরকারের পুনর্গঠিত অভিবাসন কৌশলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর লক্ষ্য শিক্ষা খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং আবাসন ও অবকাঠামোগত চাপ কমিয়ে আনা।
আগামী বছর ২৫ হাজার বেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ পাবেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফেব্রুয়ারিতেই নির্বাচন
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ জাতীয় নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। এ জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে। যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে এ কথা বলেছেন। জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তির দিন রাত আটটা ২০ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করেছে। এর আগে আজ বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তিনি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি এ ঘোষণাপত্র পাঠ করেন।