দর্পণ বিসর্জন: মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর
Published: 2nd, October 2025 GMT
দুর্গোৎসবের দশমী তিথিতে ‘দর্পণ বিসর্জন’ এর মাধ্যমে মণ্ডপে মণ্ডপে বইছে বিদায়ের সুর। হিন্দু ধর্মাবলম্বীরা দেবীকে বিদায় জানাচ্ছেন অশ্রুজলে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দশমীর বিহিত পূজার মধ্য দিয়ে দশমীর আনুষ্ঠানকতা শুরু হয়। পরে দর্পণে বিসর্জন ও ঘট বিসর্জন হয়। দুপুরে সিঁদুর খেলা ও অন্যান্য আনুষ্ঠানিকতা রয়েছে।
সুইটি রায় নামে একজন ভক্ত রাইজিংবিডি ডটকমকে বলেন, ‘‘বিজয়া দশমীর দিনটি আমাদের কাছে একদিকে যেমন উৎসবের, অপরদিকে বেদনার। এবার পূজা ভালো কেটেছে। সবার জন্য মঙ্গল কামনা করেছি।’’
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান পুরোহিত ধর্মদাশ চট্টোপাধ্যায় জানান, “নবমীতে 'পূর্ণপূজা'র পর দশমীতে দেবী ‘অপরাজিতা’ হন। মায়ের সঙ্গে যুদ্ধে মহিষাসুর নিপাতিত হয়েছেন, তার মৃত্যু হয়েছে এবং মায়ের বিজয় হয়েছে বলে আজ শুভ বিজয়া।”
ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‘বিজয়া দশমীতে বিকেল ৩টায় শোভাযাত্রা বের হবে। পরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি হবে এবারের শারদীয় দুর্গোৎসবের।’’
প্রসঙ্গত, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা গত ২৮ সেপ্টেম্বর রবিবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়। টানা পাঁচদিনের আনন্দ উৎসবের পর আজ বৃহষ্পতিবার বিজয়া দশমীর দিন দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। এবারের পূজায় কেবল ঢাকাতে গতবারের তুলনায় ৭টি বেড়ে মোট ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আর সারাদেশে মোট মণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি, যা গতবারের তুলনায় প্রায় হাজারখানেক বেশি।
ঢাকা/রায়হান/লিপি
.