কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের সমন্বয়ে আলাদা ময়নামতি উপজেলা বাস্তবায়নে দ্রুত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী।

রোববার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিলে বৈঠকে এ দাবি জানান তিনি। ময়নামতি উপজেলা বাস্তবায়নে এ বৈঠকের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, আধুনিক সভ্যতায় তথ্যপ্রযুক্তি নির্ভর এই যুগে সুবিধাবঞ্চিত, অবহেলিত ও হয়রানির শিকার এ এলাকার মানুষ। তাই এ বিষয়ে একসঙ্গে পদক্ষেপ নেওয়া জরুরি।

বৈঠকে বক্তারা ময়নামতি উপজেলা বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন। এছাড়া কয়েকটি দাবি তুলে ধরেন ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো.

আব্দুল মুনতাকিম।  

দাবিগুলো হলো- বুড়িচং উপজেলা থেকে গোমতী নদীর দক্ষিণ পাড়ের ৪ ইউনিয়নকে আলাদা করতে হবে (পাশের উপজেলা থেকে কিছু ইউনিয়ন যোগ করেন অথবা ৪টি ইউনিয়নকে ৮টি করা যায়)। গোমতীর দক্ষিণ পাড়ের ৪ ইউনিয়ন নিয়ে উপজেলা ঘোষণা দিতে হবে। সহস্র বছরের ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে উপজেলার নাম হবে ময়নামতি। জায়গা বরাদ্দ, খরচের বাজেট, আইনি বৈধতা, জনগণের স্বার্থ, জনমানুষের সহজ যাতায়াত ইত্যাদি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসন কর্তৃক একটি কমিটি গঠন করতে হবে। কমিটি বিভাগীয় কমিশনারের কাছে রিপোর্ট পাঠাবে। তারপর মন্ত্রণালয়ে যাবে। জনগণের কষ্ট লাঘবের জন্য ৪টি ইউনিয়নের মধ্যে ভৌগোলিক কেন্দ্র স্থলে উপজেলা কাঠামো বা দপ্তরগুলো নির্মাণ করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ময়নামতি বিশ্বে পরিচিতি পেয়েছে। তারও আগে দশম শতাব্দী থেকে ময়নামতি থেকে এ অঞ্চল শাসিত হয়েছে। ময়নামতির এসব ঐতিহ্যকে গুরুত্ব দিতে হবে।

আব্দুল মুনতাকিমের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ইবনে সিনা হাসপাতালের ডিএমডি কবির হোসেন। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল মবিন খান, মাওলানা মফিজুল ইসলাম, অধ্যাপক মো. হুমায়ুন কবির ও মো. জিল্লুর রহমান। এতে উপস্থিত ছিলেন- ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আইনজীবী দিদারুল আলম, যুগ্ম সদস্য সচিব মাওলানা আব্দুল আউয়াল মো. আলাউদ্দিন, অধ্যাপক মো. মনিরুল হক ও মো. আবু মুসা প্রমুখ।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় বৃষ্টি উপেক্ষা করে মাও. জব্বারের ব্যাপক গণসংযোগ

নারায়ণগঞ্জ ৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবদুল জব্বার বৃষ্টি উপেক্ষা করে ফতুল্লা বক্তাবলী, কানাই নগর, রামনগর  প্রসন্ন নগর,খাজা মার্কেট, ছমির মার্কেট এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হলেও তিনি তার পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করেননি।

দুপুর ২টা থেকে থেকে তিনি ফতুল্লার কানাই নগর, রাধানগর, রাম নগর, প্রসন্ন নগর এবং এর আশপাশের এলাকায় হেঁটে হেঁটে ভোটারদের দ্বারে দ্বারে যান এবং ভোট প্রার্থনা করেন। 

এসময় মাওলানা আবদুল জব্বার বলেন, "জনগণের প্রতি আমার ভালোবাসা এবং তাদের সমর্থন আমাকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও থামতে দেয়নি। আমি বিশ্বাস করি, জনগণের সেবা করাই আমার প্রধান কর্তব্য। বৃষ্টির মতো সামান্য বাধা আমাকে এই দায়িত্ব থেকে দূরে সরাতে পারে না।"

তিনি আরও বলেন, "মানুষের দুঃখ-কষ্টের সঙ্গী হতে পারলে তবেই একজন নেতা সত্যিকারের নেতা হতে পারেন। আমি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।"

তার এই ব্যতিক্রমী উদ্যোগ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার এই অদম্য স্পৃহার প্রশংসা করেছেন এবং তাকে সমর্থন জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

গণসংযোগে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জামায়াত ইসলামীর কর্ম পারিষদ সদস্য হাফেজ আবদুল মোমিন,ফতুল্লা পশ্চিম থানা আমির মাওলানা নুরুল হক, আদর্শ শিক্ষিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী আব্দুল করিম খান, ফতুল্লা পশ্চিম থানা তরবিয়ত সেক্রেটারি মাওলানা আবু হানিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সহ সাংগঠনিক সম্পাদক ও পশ্চিম থানা সভাপতি নুরুল আমিন, বক্তাবলী ইউনিয়ন জামায়াতের আমীর আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে ও ইউনিয়ন তরবিয়ত সেক্রেটারি আবু সাঈদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যপক উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই যোদ্ধাদের মারামারি আমাদের ব্যথিত করে: এ্যানি
  • জুলাই ঘোষণাপত্র আসছে, উপদেষ্টা আসিফের ফেসবুক পোস্ট
  • যুদ্ধাপরাধী শক্তিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা জুলাই অভ্যুত্থানের সাংঘর্ষিক : কমরেড রতন
  • ফতুল্লায় বৃষ্টি উপেক্ষা করে মাও. জব্বারের ব্যাপক গণসংযোগ
  • ইসির প্রতিটি কাজে জবাবদিহি থাকতে হবে
  • জুলাই আন্দোলনকে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়াবেন না: টুকু
  • সবাই অপেক্ষা করছে একটা নির্বাচনের জন্য
  • সরকারের ভুল সিদ্ধান্তে দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে: তারেক রহমান
  • সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে: তারেক রহমান
  • ট্রাম্পের প্রতি মার্কিন জনগণের সমর্থন ৪০ শতাংশে ঠেকেছে