কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের সমন্বয়ে আলাদা ময়নামতি উপজেলা বাস্তবায়নে দ্রুত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী।

রোববার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিলে বৈঠকে এ দাবি জানান তিনি। ময়নামতি উপজেলা বাস্তবায়নে এ বৈঠকের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, আধুনিক সভ্যতায় তথ্যপ্রযুক্তি নির্ভর এই যুগে সুবিধাবঞ্চিত, অবহেলিত ও হয়রানির শিকার এ এলাকার মানুষ। তাই এ বিষয়ে একসঙ্গে পদক্ষেপ নেওয়া জরুরি।

বৈঠকে বক্তারা ময়নামতি উপজেলা বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন। এছাড়া কয়েকটি দাবি তুলে ধরেন ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো.

আব্দুল মুনতাকিম।  

দাবিগুলো হলো- বুড়িচং উপজেলা থেকে গোমতী নদীর দক্ষিণ পাড়ের ৪ ইউনিয়নকে আলাদা করতে হবে (পাশের উপজেলা থেকে কিছু ইউনিয়ন যোগ করেন অথবা ৪টি ইউনিয়নকে ৮টি করা যায়)। গোমতীর দক্ষিণ পাড়ের ৪ ইউনিয়ন নিয়ে উপজেলা ঘোষণা দিতে হবে। সহস্র বছরের ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে উপজেলার নাম হবে ময়নামতি। জায়গা বরাদ্দ, খরচের বাজেট, আইনি বৈধতা, জনগণের স্বার্থ, জনমানুষের সহজ যাতায়াত ইত্যাদি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসন কর্তৃক একটি কমিটি গঠন করতে হবে। কমিটি বিভাগীয় কমিশনারের কাছে রিপোর্ট পাঠাবে। তারপর মন্ত্রণালয়ে যাবে। জনগণের কষ্ট লাঘবের জন্য ৪টি ইউনিয়নের মধ্যে ভৌগোলিক কেন্দ্র স্থলে উপজেলা কাঠামো বা দপ্তরগুলো নির্মাণ করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ময়নামতি বিশ্বে পরিচিতি পেয়েছে। তারও আগে দশম শতাব্দী থেকে ময়নামতি থেকে এ অঞ্চল শাসিত হয়েছে। ময়নামতির এসব ঐতিহ্যকে গুরুত্ব দিতে হবে।

আব্দুল মুনতাকিমের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ইবনে সিনা হাসপাতালের ডিএমডি কবির হোসেন। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল মবিন খান, মাওলানা মফিজুল ইসলাম, অধ্যাপক মো. হুমায়ুন কবির ও মো. জিল্লুর রহমান। এতে উপস্থিত ছিলেন- ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আইনজীবী দিদারুল আলম, যুগ্ম সদস্য সচিব মাওলানা আব্দুল আউয়াল মো. আলাউদ্দিন, অধ্যাপক মো. মনিরুল হক ও মো. আবু মুসা প্রমুখ।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবকে নিয়ে বাবুলের গণসংযোগ ও ৩১ দফার লিফলেট

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপ রেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরে  গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। 

রোববার (২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আবু জাফর আহাম্মেদ বাবুলের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব।

এদিন আবু জাফর আহাম্মেদ বাবুলের নেতৃত্বে শহরের মন্ডলপাড়া, বাবুরাইল, বেপারীপাড়া, দেওভোগ, আখড়া, জিউস পুকুর, নন্দীপাড়া, বোয়ালিয়া খালসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয়। 

এসময় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে আবু জাফর আহাম্মেদ বাবুল বাবুরাইলে একটি ক্রীড়া সংগঠনের ক্লাব উদ্বোধন করেন।

এরপর নাসিকের সাবেক প্যানেল মেয়র ওবায়েদ উল্লাহর বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।  লিফলেট বিতরণকালে হাবিবুর রহমান হাবিব বলেন, বাবুল ভাই আমার অত্যন্ত প্রিয়।

আমি আশা করি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব দিক বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিবেন। জনগণ যাকে চাইবে যার ভেতরে দোষ ত্রুটি নেই এমন লোককে মনোনয়ন দেয়া হবে। 

এবারের নির্বাচনে আমাদের বিরুদ্ধ ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে জনগণকে নিয়ে যিনি পাশ করতে পারবে তাকে মনোনয়ন দেয়া হবে।

বাবুল ভাই আপনাদের নিয়ে কাজ করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টিতেও আছেন। আশা করি দল তাকে মূল্যায়ন করবে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • অবিলম্বে গণভোটের দাবি চাকসুর
  • ক্ষমতার লোভে কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে: আব্দুস সালাম
  • উজানে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণে মারাত্মক সংকটে তিস্তা নদী
  • ভুল শুধরে জনগণের আস্থা ফেরানোর সুযোগ এই নির্বাচন: আইজিপি
  • ৩০০ আসনে প্রার্থী বাছাই প্রায় চূড়ান্ত: তারেক রহমান
  • বিএনপি ক্ষমতার একচ্ছত্র দখলদারি বহাল রাখতে চায়: ডাকসু
  • বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবকে নিয়ে বাবুলের গণসংযোগ ও ৩১ দফার লিফলেট
  • ইরান পারমাণবিক স্থাপনাগুলো আরো শক্তিশালী করে পুনর্নির্মাণ করবে
  • জ্বালানি সুবিচার নিশ্চিতে সংগ্রাম, শপথ যুব সংসদের সদস্যদের
  • বন্দরে বিএনপি নেতা তাওলাদের উপর হামলাকারীদের গ্রেপ্তারে আল্টিমেটাম