পরিচালক গ্যাভিন ও’কনোরের টান ছিল অনুপ্রেরণার গল্পে। পাশে পেলেন প্রযোজক মার্ক টমাস চার্ডিকে। দুজন মিলে ঠিক করলেন সিনেমা বানাবেন এমন এক ঘটনা নিয়ে, যেটিকে স্পোর্টস ইলাস্ট্রেটেড বলেছিল—‘বিশ শতকের ক্রীড়াঙ্গনের সবচেয়ে মহান মুহূর্ত’।

১৯৮০ সালের ২২ ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রের লেক প্লাসিডে শীতকালীন অলিম্পিক। আইস হকির পদক লড়াইয়ে মুখোমুখি স্বাগতিক যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েতরা আগের ছয় আসরের পাঁচটিতেই চ্যাম্পিয়ন। টানা চারবার জিতেছে সর্বশেষ চার আসর। অন্যদিকে আমেরিকান দলে অপেশাদার খেলোয়াড় বেশি, কজনের অভিজ্ঞতা মাইনর লিগ পর্যন্ত।

ম্যাচটা যে সোভিয়েতদের নিয়ন্ত্রণে থাকবে, তা বুঝতে কারও অসুবিধা হয়নি। কিন্তু ঘটল অলৌকিক কিছু। ৪–৩ ব্যবধানে জিতে বিশ্বকে স্তব্ধ করে দিল যুক্তরাষ্ট্র। বরফের মঞ্চে সেই অলৌকিকতার জন্ম দিলেন কোচ হার্ব ব্রুকস। মার্কিন ক্রীড়াগাথায় এই ম্যাচের নাম হয়ে গেল ‘মিরাকল অন আইস’। গ্যাভিন আর চার্ডি সেই আবেগ থেকে সরে আসেননি। তাই ২০০৪ সালে বানানো সিনেমার নামও রাখলেন ‘মিরাকল’।

আরও পড়ুনদঙ্গল: শুধু একটা সিনেমা নয়, একটা অনুভূতিও২৭ অক্টোবর ২০২৫

চিত্রনাট্যের কেন্দ্রবিন্দুতে দল নয়, বরং কোচ ব্রুকস। কৈশোর পেরোনো তরুণ খেলোয়াড়দের ছিন্নভিন্ন ব্যক্তিগত গল্প থাকলেও সেগুলো ছায়ার মতো ঘোরে ব্রুকসের চারপাশে। তাঁর চরিত্রে কঠোরতা আর কোমলতা একসঙ্গে মিশে আছে। কোনো ম্যাচ বাজেভাবে হারলে খেলোয়াড়দের দিয়ে একের পর এক রাউন্ড দৌড়াতে বলা যেমন কঠোরতার চূড়া, আবার গভীর রাতে বসে দলের প্রত্যেক ছেলেকে নিয়ে ভাবা সেই কঠোরতার উল্টো পিঠ।

এই চরিত্রে অভিনয়ের জন্য দরকার ছিল এমন কাউকে, যিনি শুধু অভিনয় নয়—খেলাটাও বোঝেন। গ্যাভিন সেই ভাবনা থেকেই বেছে নেন তাঁর প্রথম পছন্দ, সাবেক মাইনর লিগ বেসবল খেলোয়াড় কার্ট রাসেলকে। আর সেই সিদ্ধান্ত একদম সঠিক প্রমাণিত হয়। ব্রুকসের চরিত্রে রাসেল এমন অভিনয় করেছেন, যা তাঁর ক্যারিয়ারের সেরা কাজগুলোর একটি বলেই ধরা হয়।

মিরাকল ছবির একটি দৃশ্য.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম র কল

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়া পুরোনো দুটির সঙ্গে এবার নতুন একটি আসনে

জিয়াউর রহমান মারা যাওয়ার পর বিএনপির দায়িত্ব নিয়ে ১৯৯১ সালে নির্বাচনী যাত্রা শুরু করেন খালেদা জিয়া। তারপর বিভিন্ন নির্বাচনে নানা আসন থেকে প্রার্থী হলেও কোনো আসনে কখনো হারেননি তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনটি আসনে প্রার্থী হতে যাচ্ছেন তিনি; যার দুটিতে আগেও তিনি নির্বাচিত হয়েছিলেন, তার সঙ্গে নতুন এলাকা হিসেবে নিজের জন্মস্থানকে বেছে নিয়েছেন।

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা অন্তর্বর্তী সরকার দিয়েছে। সেই নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম আজ সোমবার প্রকাশ করেছে বিএনপি। তাতে দেখা যায়, বিএনপি চেয়ারপারসনের জন্য রাখা হয়েছে ফেনী–১, বগুড়া–৭ ও দিনাজপুর–৩ আসনগুলো।

আওয়ামী লীগ আমলে দণ্ড নিয়ে কারাগারে যাওয়া খালেদা জিয়া গত বছর জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর খালাস পেয়ে কারামুক্ত হলেও অসুস্থতার জন্য তাঁর নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যে সংশয় ছিল, তা কেটে গেল আজ প্রার্থীর তালিকা ঘোষণার পর।

ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা নিয়ে গঠিত ফেনী–১ আসন থেকে বরাবরই প্রার্থী হয়ে জিতে আসছেন খালেদা জিয়া। ২০০১ সালে অবশ্য একাধিক আসনে জয়ী হওয়ার পর এই আসন ছেড়ে দিয়েছিলেন তিনি। তাতে উপনির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য হন তাঁর ভাই সাঈদ এস্কেন্দার (বর্তমানে প্রয়াত)। এই এলাকায় খালেদা জিয়ার পৈতৃক নিবাস। যদিও তাঁর পরিবার পরে দিনাজপুরে স্থায়ী হয়। তাঁর জন্মও দিনাজপুরেই।

দিনাজপুর সদর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর–১ আসনে খালেদা জিয়া আগে কখনো প্রার্থী হননি। ১৯৯৬ সালের দুটি নির্বাচনে আসনটিতে বিএনপির প্রার্থী হয়েছিলেন তাঁর বোন খুরশীদ জাহান হক (বর্তমানে প্রয়াত)।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বাড়ি গাবতলী উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসনেও বরাবর প্রার্থী হয়ে আসছেন খালেদা জিয়া। ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত প্রতিটি নির্বাচনে প্রার্থী হয়ে জেতেন তিনি। তবে তিনি ছেড়ে দিলে উপনির্বাচনে তিনবার জয়ী হন বিএনপির স্থানীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু, একবার উপনির্বাচনে প্রার্থী করে জিতিয়ে আনা হয় কেন্দ্রীয় নেতা মওদুদ আহমদকে।

বগুড়া–৬ আসনে এবার প্রার্থী হচ্ছেন খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাবা–মায়ের পথ ধরে রাজনীতিতে নামা তারেক রহমান এবারই প্রথম ভোটের লড়াইয়ে নামছেন।

খালেদা জিয়া ১৯৯১ সালে পাঁচটি আসনে প্রার্থী হয়ে প্রতিটিতেই জিতেছিলেন। তখন একজনের সর্বোচ্চ পাঁচ আসনে প্রার্থী হওয়ার সুযোগ ছিল। খালেদা জিয়া সেবার বগুড়া ও ফেনীর পাশাপাশি ঢাকা-৯, ঢাকা–৫ ও চট্টগ্রাম-৮ আসনে প্রার্থী হন। সেবার বিএনপি জয়ী হওয়ার পর সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম শপথ নেন তিনি।

আরও পড়ুনখালেদা জিয়া লড়বেন তিন আসনে, তারেক রহমান একটিতে৩ ঘণ্টা আগে

১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে ফেনীর পাশাপাশি বগুড়ার দুটি আসনে প্রার্থী হন খালেদা জিয়া। পাশাপাশি লক্ষ্মীপুর-২ ও চট্টগ্রাম-১ আসনে প্রার্থী হয়েও ভোটে জেতেন তিনি। ২০১১ সালের নির্বাচনে বগুড়ার দুটি এবং ফেনীর একটির পাশাপাশি খুলনা-২ ও লক্ষ্মীপুর-২ আসনে ভোট করেন তিনি। সেবারও সব আসনেই জেতেন।

নির্বাচনী আইন সংশোধনের পর ২০০৮ সালে এক ব্যক্তির সর্বাধিক তিনটি আসনে প্রার্থী হওয়ার নিয়ম হয়। খালেদা জিয়া বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে নির্বাচন করেন।

২০১৪ সালের নির্বাচন বর্জনের পর ২০১৮ সালের নির্বাচনে এই তিন আসনে ভোট করতে চেয়েছিলেন খালেদা জিয়া। কিন্তু দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার কারণে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ তিনি আর পাননি। এক যুগ পর আবার ভোটের লড়াইয়ে নামতে যাচ্ছেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ