পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তৌসিফ খান মুসা (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসা তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়ার দরগাশিং গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের শিক্ষার্থী ও রক্তযোদ্ধা ছিলেন।

আরো পড়ুন:

রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় যুবক নিহত

মাদারীপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে মুসাসহ তিন জন বুড়াবুড়ি এলাকা থেকে অনুষ্ঠান দেখে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বোয়ালমারী এলে সড়কে একটি শিয়ালের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুসাকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ রায় বলেন, ‘‘রাতে বোয়ালমারী এলাকায় শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় একজন মারা গেছেন। সঙ্গে শিয়ালটিও মারা গেছে।’’

ঢাকা/নাঈম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত দ র ঘটন ঘটন য়

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে নতুন ইনডোর ক্রীড়া মঞ্চ “সেভেন স্টার এরিনা স্পোর্টস জোন” উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে জালকুড়ি ১০ পাইপ এলাকায় নতুন ইনডোর ক্রীড়া মঞ্চ “সেভেন স্টার এরিনা স্পোর্টস জোন” উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে সেভেন স্টার এরিনা স্পোর্টস জোনের পরিচালক নাজমুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব এবং নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান রনি।

প্রধান অতিথি মশিউর রহমান রনি বলেন, “যুব সমাজের উন্নয়ন এবং সৃজনশীলতার বিকাশে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। নারায়ণগঞ্জের যুবকরা যেন মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকে, সে লক্ষ্যে আমাদের সচেতন হতে হবে। যুবদের জন্য সুস্থ বিনোদন, খেলাধুলা এবং শিক্ষামূলক কার্যক্রম তৈরি করা অত্যন্ত জরুরি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বদা যুব সমাজের কল্যাণ এবং মাদকবিরোধী আন্দোলনের পাশে আছেন। আমরা তার নির্দেশনা ও দিকনির্দেশনা মেনে এলাকার যুব সমাজকে সুস্থ, সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডের দিকে এগিয়ে নেব।”

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রেনাস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে সাংগঠনিক সম্পাদক ডঃ আতাউর রহমান, যিনি বলেন, “ক্রীড়া শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, মানুষের মধ্যে মননশীলতা, দলগত বন্ধুত্ব এবং নৈতিকতার বিকাশ ঘটায়। আশা করি এই ইনডোর মাঠটি নারায়ণগঞ্জের ক্রীড়া পরিবেশকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।”

উদ্বোধনের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, মোনাজাত পরিচালনা করেন বাইতুল আলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল। এই সময় উপস্থিত ছিলেন এলাকার ক্রীড়া প্রেমিকরা এবং যুব সমাজের বড় অংশ, যারা অনুষ্ঠানটি প্রাণবন্ত করেছে।

এরপর সেভেন স্টার এরিনা স্পোর্টস জোন বনাম ড্রীম গ্রাউন্ডের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়, যা দর্শক ও খেলোয়াড় উভয়ের কাছে আনন্দময় অভিজ্ঞতা হিসেবে দেখা যায়।
 

সম্পর্কিত নিবন্ধ