টাঙ্গাইলে কালিহাতী উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, বাসি খাবার বিক্রয় ও পরিমাপে কম দেওয়ার অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার (২০ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেনা সদস্য, পুলিশ ও স্যানেটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গিয়ে অবরুদ্ধ হয় র‌্যাব

এয়ার টিকিটে দাম বৃদ্ধি: বনানীতে ফেয়ার বিডি ট্রাভেলে অভিযান, জরিমানা

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কালিহাতীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, বাসি খাবার বিক্রয় ও পরিমাপে কম দেওয়ার অপরাধে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকার পিয়াসী হোটেলকে ৫০ হাজার টাকা এবং ক্ষতিকর রঙ ও কেমিকেল দিয়ে খাদ্যপণ্য প্রস্তুত করার অপরাধে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার এসএস ফুড মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ঢাকা/কাওছার/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘টাইফয়েড টিকা নিয়ে গুজব রটানো হচ্ছে’

টাইফয়েড টিকা নিয়ে গুজব রটানো হচ্ছে। টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ক ডা. রাজেশ সিংহ।

তিনি বলেন, ‘‘শিশু-কিশোরদের টাইফয়েড টিকা দিতে গিয়ে কোনো গুজবে কান দেবেন না। সময়মত টাইফয়েড টিকা প্রদানে সচেতন নাগরিক হিসেবে সবাই সহযোগিতা করবেন বলে প্রত্যাশা।’’

সোমবার (২০ অক্টোবর) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় টাইফয়েড টিকা নিয়ে সাংবাদিকদের কর্মশালা শেষে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘‘টিকা বিষয়ে অভিভাবকদের সচেতন করা ও টিকাদান প্রক্রিয়ার কোনো সীমাবদ্ধতা পরিলক্ষিত হলে তা কর্তৃপক্ষসহ সবার সামনে নিয়ে আসতে গণমাধ্যমকর্মীরা ভূমিকা রাখতে পারেন।’’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়ক) ডালিয়া ইয়াসমিন, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন প্রমুখ।

ঢাকা/মনোয়ার/রাজীব

সম্পর্কিত নিবন্ধ