শিল্প-সংস্কৃতির কৃতি ব্যক্তিদের সম্মাননা জানাতে ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪ (সিজন-২)’ অনুষ্ঠিত হয়ে গেল ১৭ জানুয়ারি। রাজধানীর পাঁচ তারকা হোটেল ‘হলিডে ইন’-এ। চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতা, উদ্যোক্তাসহ ৩০টি বিভাগে সেরাদের সম্মাননা প্রদান করা হয়।  

এই আসরে সংস্কৃতি বিষয়ক সাংবাদিকতায় ১৪ বছর সফলতার সঙ্গে পার স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছেন আল মাসিদ (রণ)। তিনি বলেন, ‘‘সাংবাদিকতা দিয়েই ক্যারিয়ার শুরু, এখনো সেই কাজটিই ভালোবেসে করছি। কাজের জন্য সম্মান ও স্বীকৃতি পাওয়া সবার জন্যই ভীষণ আনন্দের। ২০২০-এ ‘আলী যাকের সম্মাননা’ পেয়ে যেমন ভালো লেগেছিলো, এবার ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পেয়েও একই রকম অনুভূতি হচ্ছে। অতীতের মতো আগামীতেও নিজের কাজটি সততার সঙ্গে করে যেতে চাই। কাজের পরিসরকে আরও বিস্তৃত করতে চাই। 

প্রসঙ্গত,মাসিদ রণ) ২০১০-এ ছাত্রবেলাতেই সংস্কৃতি বিষয়ক সাংবাদিকতা শুরু করেন। তিনি দেশের স্বনামধণ্য গণমাধ্যম দৈনিক কালের কণ্ঠ, দৈনিক দেশ রূপান্তর, দৈনিক যায় যায় দিন, দৈনিক ভোরের পাতা, দৈনিক ডেসটিনি ও বিডি নিউজ২৪.

কম-এ বিগত ১৪ বছর ধরে কাজ করেছেন। বর্তমানে বার্তা২৪.কম-এ সিনিয়র নিউজরুম এডিটর হিসেবে দায়িত্ব করছেন। সাংবাদিকতার বাইরে তিনি একজন থিয়েটার অ্যাকটিভিস্ট। 

উৎস: Samakal

কীওয়ার্ড: প রস ক র ব দ কত

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ