ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৬ নকশাল নিহত
Published: 21st, January 2025 GMT
ভারতের ওড়িশা ও ছত্তিসগড় সীমান্তে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৬ নকশাল সদস্য নিহত হয়েছেন। সোমবার (২১ জানুয়ারি) রাতে দেশটির নোয়াপাড়া জেলা ও ছত্তিসগড়ের গাড়িয়াবন্ধ জেলার সীমান্ত এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ওড়িশা ও ছত্তিসগড় রাজ্য পুলিশের পাশাপাশি এই অভিযানে সহায়তা করে কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)।
স্থানীয় পুলিশ জানিয়েছে, সংঘর্ষে প্রাণ হারিয়েছেন জয়ারাম রেড্ডি ওরফে চালাপাঠি নামে সিনিয়র নকশাল কমান্ডার, যার মাথার দাম ধার্য করা হয়েছিল ১ কোটি রুপি। সোমবার রাতে সীমান্ত এলাকায় ঘন জঙ্গলে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়েই সেখানে অভিযানে নামে দেশটির যৌথ বাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় প্রচুর অস্ত্র ও গোলাবারুদ।
ওড়িশা পুলিশ সূত্রে খবর, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, মাওবাদীদের খোঁজে এখনো অভিযান চলছে।
নকশালবাদ দমনের লক্ষ্যে ভারতের পদক্ষেপ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে লিখেছেন, নকশালদের ওপর আরেকটা আঘাত। নকশালমুক্ত ভারত গড়ার লক্ষ্যে নিরাপত্তাবাহিনীর এই সফলতা।
সিআরপিএফ, ওড়িশা এবং ছত্তিসগড় পুলিশের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী এও লেখেন, নকশালমুক্ত ভারতের জন্য আমাদের সংকল্প এবং আমাদের নিরাপত্তাবাহিনীর যৌথ প্রচেষ্টায় নকশালবাদ আজ শেষ নিঃশ্বাস নিচ্ছে।
ঢাকা/সুচরিতা/এনএইচ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ নকশ ল
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় ব্যবসায়ীকে লক্ষ্য করে দূর্বৃত্তদের গুলি
ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় মোটর সাইকেল যোগে এসে আফসার করিম প্লাজার মালিক নান্টু নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করেছেন দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ মে) রাত ৮টার দিকে পাগলা বাজার আফসার করিম প্লাজার সামনে ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রতক্ষ্যদর্শী ফল ব্যবসায়ী উত্তম সাংবাদিকদেট জানান, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসে ছিলাম এমন সময় দেখলাম পাগলা বাজার আবসার করি প্লাজারের মালিক আলহাজ্ব নান্টু সাহেব অপর এক দোকান থেকে ফল কিনছিলেন।
এমন সময় তিনি গাড়িতে উঠার সময় তাকে লক্ষ্য করে দুইজন যুবক এলোপাথারি বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, গুলির সময় ব্যবসায়ী নান্টু তার ব্যবহৃত প্রাইভেট কারে দ্রুত উঠে পড়েন। পরে সেখান থেকে তিনি গাড়ি নিয়ে ফতুল্লার দিকে চলে যান। অপরদিকে হামলাকারী সন্ত্রাসীরা মোটর সাইকেল নিয়ে ঢাকার শ্যামপুরের দিকে পালিয়ে যায়।
ঘটনাস্থলে গাড়িতে গুলি করা কাচঁ পরে থাকতে দেখা যায়। কোন হতাহতের খবর পাওয়া যায়নি, এ ঘটনার পর থেকে পাগলা বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছেন।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি প্রাথমিকভাবে ঘটনা সত্যতা পাওয়া গেছেন তদন্তপূর্বক আইনগনের ব্যবস্থা নেওয়া হবে।