Samakal:
2025-09-18@10:19:15 GMT

সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ

Published: 24th, January 2025 GMT

সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ

বেক্সিমকো গ্রুপের বন্ধ থাকা ১৬ কারখানা রাষ্ট্রায়ত্ত মালিকানায় চালুসহ অন্যান্য দাবির বিষয়ে সিদ্ধান্ত হবে উপদেষ্টা পরিষদে। আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদে দাবিগুলো তোলা হচ্ছে বলে শ্রম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন থেকে কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিকরা। অবশ্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড.

সাখাওয়াত হোসেন এক সংবাদ সম্মেলনে বলেছেন, বন্ধ কারখানা পুনরায় চালু করা সম্ভব নয়। অন্যদিকে, কারখানা চালু রাখতে ব্যাক টু ব্যাক এলসি (ঋণপত্র) খোলার সুযোগ চাওয়ার পাশাপাশি পরিচালন ব্যয় মেটাতে জনতা ব্যাংকের কাছে আরও ৪০০ কোটি টাকা ঋণ চেয়েছে বেক্সিমকো গ্রুপ।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানাগুলোকে রাষ্ট্রায়ত্ত মালিকানায় নেওয়ার এবং ৪২ হাজার শ্রমিককে অন্য কোম্পানিতে কাজের ব্যবস্থা করার দাবি উপদেষ্টা পরিষদে তোলা হবে বলে জানিয়েছেন শ্রম সচিব এ এইচ এম শফিকুজ্জামান। গতকাল বৃহস্পতিবার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম পরিস্থিতি পর্যালোচনা এবং বিদ্যমান শ্রম সংকট নিরসনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব কথা বলেন তিনি। এর মধ্যে যারা গাড়ি ভাঙচুর করেছে এবং আগুন দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সবুজ, বেক্সিমকোর প্রশাসন বিভাগের প্রধান আব্দুল কাইয়ুম প্রমুখ। বৈঠকে মোশরেফা মিশু তিনটি দাবি তুলে ধরেন। এগুলো হচ্ছে– শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ করে কারখানা বন্ধ করা, কারখানাগুলোকে রাষ্ট্রায়ত্ত মালিকানায় নেওয়া এবং বড় প্রতিষ্ঠানের সঙ্গে শ্রমিকদের কাজের ব্যবস্থা করা।
বৈঠকে শ্রম সচিব আরও বলেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) অধীন কারখানায় অনেক শ্রমিকের প্রয়োজন হবে। বেক্সিমকোর শ্রমিকদের সেখানে কাজের ব্যবস্থা করার চেষ্টা করবেন তারা। পাশাপাশি বিদেশি ক্রেতাদের কাছে কারখানাগুলো বেচা যায় কিনা, সে চেষ্টা করছেন তারা। এ বিষয়ে আগামী মঙ্গলবার উপদেষ্টা পরিষদের এ বিষয়ে সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। শ্রম সচিব বলেন, বেক্সিমকোর শ্রমিকদের পাঁচ মাস ধরে বেতন দিয়ে আসছে সরকার। এতে এখন পর্যন্ত ব্যয় হয়েছে ৩৬৮ কোটি টাকা।

বন্ধ কারখানা পুনরায় চালু সম্ভব নয়: শ্রম উপদেষ্টা
এদিকে শ্রমিকদের দাবি অযৌক্তিক জানিয়ে বেক্সিমকো গ্রুপের বন্ধ কারখানা পুনরায় চালু করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন। গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আহ্বায়ক।
তিনি বলেন, ‘বেশ কিছুদিন আমরা একটা শান্ত পরিবেশে ছিলাম। হঠাৎ বেক্সিমকোর শ্রমিকরা সমাবেশ করে তিনটা দাবি তোলে। আমার মনে হয়, কোনো সরকারের পক্ষে দাবিগুলো পূরণ করা সম্ভব নয়। এগুলো অযৌক্তিক।’ হঠাৎ সড়কে হামলা-ভাঙচুর প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘গত বুধবার ১০০টির বেশি বাস জ্বালানো হয়েছে, বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়েছে। শ্রমিকদের যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা ভুল কাজ করেছে। তারা দেশবাসীর জন্য বড় সংকট তৈরি করতে যাচ্ছিল। হঠাৎ করে এটি কেন হলো, তা খতিয়ে দেখা হবে।’

মানবিক কারণে কারখানা খোলার দাবি
এদিকে অবিলম্বে লে-অফ প্রত্যাহার করে কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বেক্সিমকোর শ্রমিক-কর্মচারীরা। গতকাল রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন বেক্সিমকো গ্রুপের কিছু কর্মী। রপ্তানি আদেশ পেতে ব্যাংকের ব্যাক টু ব্যাক এলসি খোলার অনুমতি এবং ব্যবসা চলমান রেখে সব বকেয়া বেতন পরিশোধের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে বেক্সিমকো গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ মো. এনাম উল্লাহ বলেন, ‘আমরা শ্রমিক-কর্মকর্তারা পেটের দায়ে আপনাদের কাছে এসেছি। বিনয় করে বলতে চাই, সরকার বেক্সিমকোতে হস্তক্ষেপ করুক। কারখানা খুলে দিয়ে আমাদের চাকরি বাঁচাক।’

আরও ৪০০ কোটি টাকা ঋণ চায় বেক্সিমকো
এদিকে বস্ত্র ও পোশাক কারখানার পরিচালন ব্যয় মেটাতে আরও ৪০০ কোটি টাকা ক্যাশ ক্রেডিট (সিসি) ঋণ চেয়েছে বেক্সিমকো। গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী ১৬ জানুয়ারি জনতা ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বরাবর ঋণ আবেদনটি করেন। আবেদনে একই সঙ্গে গত ডিসেম্বরভিত্তিক সব দেনা দুই বছরের জন্য মোরাটোরিয়াম (আইন করে সব ধরনের দেনা স্থগিত রাখা) সুবিধাসহ ৫ শতাংশ সুদে আগামী ১৫ বছর মেয়াদে পুনঃতপশিলিকরণ সুবিধা দেওয়ার অনুরোধ জানানো হয়। গত নভেম্বরে অর্থ মন্ত্রণালয়কে লেখা জনতা ব্যাংকের চেয়ারম্যানের তথ্য অনুযায়ী, ব্যাংকটি পাওনা ২৩ হাজার ৪০৭ কোটি টাকা। যার মধ্যে ১৯ হাজার ৫০৭ কোটি টাকা ক্ষতিজনক মানে শ্রেণীকৃত এবং বাকি ৩ হাজার ৩৯৪ কোটি টাকা মেয়াদোত্তীর্ণ।
বেক্সিমকো গ্রুপের আবেদনে জানানো হয়, জনতা ব্যাংকের মাধ্যমে ২০১৯ সালে ২ হাজার ৩১২ কোটি, ২০২০ সালে ২ হাজার ৯৪ কোটি, ২০২১ সালে ৪ হাজার ৬৭ কোটি, ২০২২ সালে ৬ হাজার ৭১১ কোটি, ২০২৩ সালে ৩ হাজার ৭৪৬ কোটি এবং ২০২৪ সালে ৩ হাজার ৫২ কোটি টাকার পণ্য রপ্তানি করেছে গ্রুপটি।


 

উৎস: Samakal

কীওয়ার্ড: র ব যবস থ উপদ ষ ট গতক ল

এছাড়াও পড়ুন:

ঠিক কতটুকু ডিটারজেন্ট ব্যবহার করলে কাপড় হবে পরিষ্কার, অপচয়ও কমবে

ডিটারজেন্ট কতটুকু ব্যবহার করবেন

গড়পড়তা ২–৩ কেজি কাপড়ের জন্য ২ টেবিল চামচের বেশি ডিটারজেন্ট লাগে না।

ডিটারজেন্টের মাপার ক্যাপ কখনো পূর্ণ করবেন না। অধিকাংশ সময় এত কাপড় একসঙ্গে ধোওয়া হয় না।

একটি মাত্র পোশাক ভিজিয়ে রাখতে চাইলে প্রতি গ্যালন (৩ দশমিক ৭৮ লিটার)

পানিতে ১ চা–চামচ ডিটারজেন্ট যথেষ্ট।

অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহারের লক্ষণ

কাপড়ে ডিটারজেন্টের আস্তর লেগে থাকবে।

কাপড় শক্ত, খসখসে বা আঠালো হয়ে যাবে।

রঙিন কাপড় ম্লান ও সাদা কাপড় ধূসর হয়ে যাবে।

ওয়াশিং মেশিন থেকে দুর্গন্ধ আসবে।

আরও পড়ুনধোয়ার পর কাপড়ের ক্ষতি হবে না, যদি মেনে চলেন এসব উপায়১৪ অক্টোবর ২০২৪কোন কোন বিষয়ের ওপর নির্ভর করবে ডিটারজেন্টের পরিমাণ

কাপড়ের পরিমাণ ও ধরন: তোয়ালে, বিছানার চাদরের মতো ভারী কাপড়ের জন্য ডিটারজেন্ট একটু বেশি দরকার হয়।

কাপড় কতটা নোংরা: দাগযুক্ত কাপড়ে সামান্য বাড়তি ডিটারজেন্ট দিন।

পানির খরতা: খর পানিতে ডিটারজেন্ট বেশি লাগে, মৃদু পানিতে কম।

হাতে কাপড় ধোওয়ার সময়

ছোট বালতি (৩–৮ লিটার পানি): ১ চা–চামচ

মাঝারি বালতি (৯–১৪ লিটার পানি): ২ চা–চামচ

বড় বালতি (১৫ লিটারের বেশি পানি): ১ টেবিল চামচ

কাপড় দেওয়ার আগে পানিতে ডিটারজেন্ট ভালোভাবে গুলিয়ে নিন। তাতে অবশিষ্টাংশ কাপড়ে আটকে থাকবে না।আরও পড়ুনধোয়া কাপড় থেকেও দুর্গন্ধ বেরোচ্ছে? জেনে রাখুন সমাধান০২ অক্টোবর ২০২৩কাপড়ের ধরন অনুযায়ী

সিল্ক ও পশমি কাপড়: ১/২–১ চা–চামচ (প্রতি ৩–৮ লিটার পানি)

সুতি ও সিনথেটিক কাপড়: ১ চা–চামচ (ময়লা বেশি হলে সামান্য বাড়ান)

খুব নোংরা কাপড়: আগে দাগ পরিষ্কার করে নিন, তারপর ১.৫ চা–চামচ পর্যন্ত ডিটারজেন্ট দিন।

দাগ দূর করার টিপস

কোনো দাগ সহজে না উঠলে তার ওপর সরাসরি সামান্য ডিটারজেন্ট লাগিয়ে আলতো করে ঘষুন।

পরে পানিতে ভিজিয়ে নিন।

এতে পুরো বালতিতে অতিরিক্ত ডিটারজেন্ট দিতে হবে না।

পর্যাপ্ত ডিটারজেন্ট ব্যবহার করছেন কি না বুঝবেন যেভাবে

কাপড় ধোয়ার পর সাবানের আস্তর বা গন্ধ থাকবে না।

কাপড় হবে নরম ও আরামদায়ক।

লন্ড্রি পড ব্যবহার করলে

ছোট লোড: ১ পড

মাঝারি লোড: ২ পড

বড় লোড: ৩ পড

সূত্র: গুড হাউসকিপিং

আরও পড়ুনবডি স্প্রে নাকি পারফিউম—কখন, কোথায়, কোনটা ব্যবহার করবেন২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ