ব্রুনোর গোলেই বাঁচল আমোরিম, ইউরোপায় জয় ইউনাইটেডের
Published: 24th, January 2025 GMT
ম্যাচশেষে ওল্ড ট্রাফোর্ডের দর্শকরা তাদের গানের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিমের নাম ঢুকিয়ে দিলেন। এই পর্তুগিজ কোচ সাফ জানিয়ে দিলেন তিনি এখনও এই সম্মান পাওয়ার যোগ্য নয়! ব্যাপারটা খুব একটা ভুল বলেননি হয়তো এই ৩৯ বছর বয়সী কোচ। কারণ তার দল যে, ইউরোপা লিগের ম্যাচে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি, ২০২৫) রাতে রেঞ্জার্সের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে, তাতে তার কৌশল তো আরও একবার মুখ থুবড়ে পড়তে নিয়েছিল! তবে তার স্বদেশি ফুটবলার ব্রুনো ফার্নান্দেজের শেষ মুহুর্তের নাটকীয় গোলে কঠিন সমালোচনার হাত থেকে বাঁচল ম্যান ইউনাইটেড কোচ আমোরিম।
প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলে ম্যান ইউনাইটেড। ম্যাচের ২৪ মিনিটে ডি লিট কর্নার থেকে হেডে বল জালে জড়িয়েছিলেন। তবে লেনি ইয়োরোর রেঞ্জার্স ডিফেন্ডার ডেভি প্রপারকে ফাউল করার কারণে গোলটি বাতিল করা হয়।
বিরতির পরপরই রেঞ্জার্স গোলরক্ষক জ্যাক বাটল্যান্ড ক্রিশ্চিয়ান এরিকসেনের কর্নার বল ভুলভাবে ক্লিয়ার করতে গিয়ে নিজের জালে বল পাঠিয়ে দেন, ফলে ইউনাইটেড লিড নেয়। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে রেঞ্জার্সের বদলি খেলোয়াড় সিরিল ডেসারস গোল করে সমতা ফিরিয়ে আনেন। তবে যোগকরা সময়ে (৯২ মিনিট) ব্রুনোর অসাধারণ গোল রেড ডেভিলদের জয় নিশ্চিত করে।
আরো পড়ুন:
ভিনিসিউসের গোলের রেকর্ড
চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতের ম্যাচের ফলাফল
এই জয়ের মাধ্যমে ৩২ দল নিয়ে করা রবিন রাউন্ডের ইউরোপা লিগের পয়েন্ট তালিকায় ইউনাইটেড টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে, ১৫ পয়েন্ট নিয়ে রাউন্ড অফ ১৬-এ সরাসরি যোগ্যতা অর্জনের পথে বেশ ভালোভাবে রয়েছে।
প্রিমিয়ার লিগে ইউনাইটেডের সংগ্রামের মাঝেও এটি ইউরোপা লিগে তাদের টানা চতুর্থ জয়। এই কারণেই ব্রুনোর গোলের পর শান্ত স্বভাবের ইউনাইটেড কোচকে বাতাসে মুষ্টিবদ্ধ ঘুষি মেরে জয় উদযাপন করতে দেখা যায়। ম্যাচ শেষে আমোরিম বলনে, “আমরা জানতাম খেলাটা কঠিন হবে। তবে ওই মুহূর্তে ড্রটা আমাদের জন্য ন্যায্য হতো না, জয়টায় আমাদের প্রাপ্য ছিল।”
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল পর ত গ ল ইউর প
এছাড়াও পড়ুন:
কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন
সময়ের আলোচিত রাজনৈতিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী হয়েছেন।
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এই সংসদীয় আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পেলেন।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অসুস্থ চেয়ারপারসন এবং লন্ডনে অবস্থান করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে চলমান আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।
ঢাকা/তারেক/রাসেল