ঘাস চাষে বছরে ১৪ লাখ টাকা উপার্জন মনিরের
Published: 26th, January 2025 GMT
সৌন্দর্যবর্ধক ঘাস চাষ করে চাঁদপুরের মনির হোসেন নিজের ভাগ্যবদল করেছেন। অনলাইনেই বিক্রি হচ্ছে তার চাষকৃত ঘাস। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই এখন তার কাছে ঘাস চাষ শিখতে আসছেন।
রবিবার (২৬ জানুয়ারি) চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ বালিয়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা মিললো মনির হোসেনের।
মনির হোসেন চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ আবু তাহের গাজী ও মনি বেগমের ছেলে। ৩৮ বছর বয়সী মনির পরিবারে তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। আয়ের পথ না পেয়ে মনির ২০১৩ সালে বাহারাইন চলে যান। সেখানে বাগানে কাজ করতেন।
২০১৮ সালে দেশে ফিরে বেকার বসে ছিলেন। ২০২০ সালে মেক্সিকো থেকে লং কার্পেট ঘাস আমদানি করেন তিনি। সেই ঘাস লাগিয়ে বর্তমানে বছরে ১২ থেকে ১৪ লাখ টাকা আয় করছেন। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে সুখের সংসার তার।
মনিরের ঘাসচাষে নিয়োজিত শ্রমিক পারভেজ জানান, বছর তিনেক আগে আমদানিকৃত সেই মেক্সিকান বারমুডা লং কার্পেট ঘাস থেকেই নতুন ঘাসের জন্ম হয়। এরজন্য নির্দিষ্ট কোনো বীজের প্রয়োজন নেই। জমি প্রস্তুতকালে প্রথমে জমির মাটি লেভেলের পর তাতে প্লাস্টিক বিছানো হয়। তার উপর মাটি ফেলে পানি দিয়ে মাটি ভিজিয়ে কাদামাটি করা হয়। সে মাটির ওপরে টুকরো টুকরো ঘাস লাগানো হয়। ঘাস উঠানোর আগে দুয়েকবার আগাছা পরিষ্কার করে দিতে হয়। এরপর ঘাস বিক্রির উপযোগী হয়।
এই কাজে ৫০/৬০ জনের কর্মসংস্থান তৈরি হয়েছে। তারা জমি প্রস্তুত, ঘাস বাছাই, আগাছা পরিষ্কার, পরিবহন কাজে নিয়োজিত রয়েছেন। ঢাকা, বরিশাল, যশোরসহ দূর-দূরান্তে এসব ঘাস ট্রাকযোগে পৌঁছে দেওয়া হচ্ছে।
উদ্যোক্তা মো.
তিনি আরো বলেন, “বর্তমানে আমি দক্ষিণ বালিয়া ছাড়াও ইচুলী, লক্ষীপুর ও মোহনপুরে সব মিলিয়ে প্রায় ২০ একর জমি লিজ নিয়ে এ ঘাস চাষ করছি। যদি ঋণ সহায়তা এবং প্রশাসন হতে খাস জমি বরাদ্দ পাই, তাহলে আমি এ ব্যবসা আরও প্রসার ঘটিয়ে বহু মানুষের কর্মসংস্থান করতে পারব।”
এ বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান বলেন, “লং কার্পেট ঘাসচাষ পদ্ধতি পরিদর্শন করে খাস জমি বরাদ্দসহ মনিরের মতো উদ্যোক্তাদের বিনিয়োগে সহায়তার আশ্বাস দিচ্ছি। তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই।”
ঢাকা/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মন র হ স ন
এছাড়াও পড়ুন:
কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন
সময়ের আলোচিত রাজনৈতিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী হয়েছেন।
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এই সংসদীয় আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পেলেন।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অসুস্থ চেয়ারপারসন এবং লন্ডনে অবস্থান করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে চলমান আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।
ঢাকা/তারেক/রাসেল