জয় দিয়ে ফুটবল দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব শুরু করল দুনিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ১০ জনের দল নিয়ে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল, অন্যদিকে চিলির বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।

ভেনেজুয়েলার কারাকাসের ব্রিগিদো স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে শেষ ৩৩ মিনিট ১০ জন নিয়ে খেলেছে ব্রাজিল। ৫৭ মিনিটে উরুগুয়ের রাইট উইঙ্গার আলেহান্দ্রো সেভেরোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের লেফটব্যাক আর্থুর দিয়াস। এরপরই প্রতি–আক্রমণ থেকে ৭৪ মিনিটে ব্রাজিলকে গোল এনে দেন ফরোয়ার্ড পেদ্রো। এক জন কম খেলোয়াড় নিয়ে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারাই হয়তো বড় স্বস্তি রামোন মেনেজেসের দলের। 

সেদিক থেকে ব্রাজিলের চেয়ে তুলনামূলক সহজ জয় পেয়েছে আর্জেন্টিনা। চিলির বিপক্ষে ৩৫ মিনিটে উইঙ্গার ইয়ান সুবিয়াব্রের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৭ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন রিভার প্লেট ফরোয়ার্ড অগাস্তিন রুবের্তো। বিরতির পর ৬১ মিনিটের চিলির স্ট্রাইকার হুয়ান রসেল একটি গোল পরিশোধ করেন।

বয়সভিত্তিক এই টুর্নামেন্টে কোনো ফাইনাল নেই। চুড়ান্ত পর্বে খেলা ছয়টি দলের মধ্যে যারা পয়েন্ট টেবিলে শীর্ষে থাকবে, তাদের হাতেই উঠবে শিরোপা। এই মুহূর্তে ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কলম্বিয়া। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আর্জেন্টিনা। এছাড়া ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ব্রাজিল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আর জ ন ট ন আর জ ন ট ন

এছাড়াও পড়ুন:

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’

সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ