৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সাউথইস্ট ব্যাংক
Published: 9th, February 2025 GMT
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকা মূল্যের সাব-অর্ডিনেট বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় সাউথইস্ট ব্যাংক ষষ্ঠ সাব-অর্ডিনেট বন্ড ইস্যু করার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।
ঢাকা/এনটি/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৭ ব্যাংকের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত সাতটি ব্যাংকের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৫) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ব্যাংকগুলো হলো- ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলস, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ও সাউথইস্ট ব্যাংক পিএলসি।
বুধবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে বড়-মাঝারি বিনিয়োগকারী বেড়েছে: বিএসইসি
এর আগে মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডাচ-বাংলা ব্যাংক: চলতি হিসাব বছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.০৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ২.১১ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১.০২ টাকা বা ৪৮ শতাংশ। এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৭ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৭৮ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৬১ টাকা বা ৭৮ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩.৪৫ টাকায়।
মিডল্যান্ড ব্যাংক: চলতি হিসাব বছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৮ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৪৩ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.২৫ টাকা বা ৫৮ শতাংশ। এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৩২ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৩০ টাকা বা ৯৪ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৫৫ টাকায়।
যমুনা ব্যাংক: চলতি হিসাব বছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.৩১ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৩.২৮ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০৩ টাকা বা ১ শতাংশ। এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৪০ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.৫৩ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৩ টাকা বা ৯ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.৫৮ টাকায়।
ঢাকা ব্যাংক: চলতি হিসাব বছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.১৫ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.৫১ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৩৬ টাকা বা ২৪ শতাংশ। এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৩০ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৭৫ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৪৫ টাকা বা ৬০ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৫৮ টাকায়।
ওয়ান ব্যাংক: চলতি হিসাব বছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৫ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.১২ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.২৭ টাকা বা ২৪.১০ শতাংশ। এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৭৪ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৫০ টাকা বা ৬৭.৫৭ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.২৯ টাকায়।
সোশ্যাল ইসলামী ব্যাংক: চলতি হিসাব বছরের ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪.৩৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৫০ টাকা। এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.৯৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৩৩ টাকা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৮২ টাকায়।
সাউথইস্ট ব্যাংক: চলতি হিসাব বছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৯১ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০৯ টাকা বা ৯.৮৯ শতাংশ। এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.২২ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৩৩ টাকা বা ১৪৫.০৯ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.৩৩ টাকায়।
ঢাকা/এনটি/ফিরোজ