ওয়ালটনের রেফ্রিজারেটর সার্ভিসে যুক্ত হলো ‘হাই ক্যাপাসিটি ভ্যাকুয়াম পাম্প’
Published: 22nd, February 2025 GMT
দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপে যুক্ত হলো নতুন সেবা। প্রতিষ্ঠানটির কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্টের কুড়িল শাখায় শনিবার (২২ ফেব্রুয়ারি) রেফ্রিজারেটর সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগে হাই ক্যাপাসিটি ভ্যাকুয়াম পাম্পের উদ্বোধন করা হয়েছে।
এই সংযোজনের মাধ্যমে রেফ্রিজারেটর সার্ভিসের গতি, কার্যকারিতা এবং মান আরো উন্নত হবে বলে আশা করছেন সেবা-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন রেফ্রিজারেটরের চিফ বিজনেস অফিসার তাহসিন উল হক। বিশেষ অতিথি ছিলেন চিফ সার্ভিস অফিসার নিয়ামুল হক, সার্ভিস হেড অব অ্যাডমিন আবু সুফিয়ান, হেড অব রেফ্রিজারেটর সার্ভিস মোহাম্মদ সামিউল হক, ডেপুটি হেড অব রেফ্রিজারেটর সার্ভিস ইশতিয়াক হোসেন মৃদুল এবং হেড অব কমপ্লায়েন্স মাহমুদুল হক।
আরো উপস্থিত ছিলেন কুড়িল সার্ভিস পয়েন্টের ব্রাঞ্চ ম্যানেজার ইশতিয়াক জাহান, রেফ্রিজারেটর সার্ভিস ম্যানেজমেন্ট থেকে সৌরভ বণিক, শাহেদ বিন জাহান, আলমগীর হোসেন, সালেহ আহমেদীন হীরা প্রমুখ।
চিফ বিজনেস অফিসার তাহসিন উল হক বলেন, ‘‘বাংলাদেশের রেফ্রিজারেটর সার্ভিস খাতে এই প্রথমবারের মতো হাই ক্যাপাসিটি ভ্যাকুয়াম পাম্প ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে সর্বোচ্চ মানের ভ্যাকুয়াম কোয়ালিটি নিশ্চিত করা সম্ভব হবে, যা রেফ্রিজারেটর সার্ভিসের গতি ও মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’
চিফ সার্ভিস অফিসার নেয়ামুল হক বলেন, ‘‘ওয়ালটন সব সময় গ্রাহকসেবার সর্বোচ্চ মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই নতুন প্রযুক্তির ব্যবহার আমাদের গ্রাহকদের জন্য আরো দ্রুত, কার্যকর ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করবে।’’
উল্লেখ্য, হাই ক্যাপাসিটি ভ্যাকুয়াম পাম্পের উদ্বোধনের মধ্য দিয়ে দেশজুড়ে ওয়ালটনের রেফ্রিজারেটর সার্ভিস খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রতিষ্ঠানটির এই উদ্ভাবনী পদক্ষেপের ফলে গ্রাহকরা আরো উন্নত ও দ্রুত সেবা উপভোগ করতে পারবেন, যা দেশের ইলেকট্রনিক্স মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।
ওয়ালটন গ্রুপ ভবিষ্যতেও এ ধরনের আধুনিক প্রযুক্তি ও টুলস সংযোজনের মাধ্যমে গ্রাহকসেবাকে আরো সমৃদ্ধ ও বিশ্বমানের করার লক্ষ্যে কাজ করে যাবে।
ঢাকা/এনএইচ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স অফ স র হ ড অব
এছাড়াও পড়ুন:
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২১ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে।
নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ হাজার ৬২ জন পরীক্ষার্থী আবেদন করে। গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৮ এপ্রিল ফলাফল প্রকাশিত হয়। আগামী ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।