রাজশাহীর ইলেকট্রিক ব্যবসায়ী আবুল বাসার মিন্টুকে হত্যার ঘটনায় থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরের রাজপাড়া থানায় এ মামলা করেন নিহত ব্যক্তির স্ত্রী। 

এদিকে, ব্যবসায়ী মিন্টুর খুনিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে রাজশাহীর ইলেকট্রিক ব্যবসায়ীরা বিক্ষোভ-সমাবেশ করেছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতি। সমাবেশ থেকে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, অবিলম্বে তাদের সংগঠনের সদস্য আবুল বাসারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরো পড়ুন:

বাবার বিরুদ্ধে সন্তানকে গলাটিপে হত্যার অভিযোগ

ঝিনাইদহে ট্রিপল মার্ডার: কে এই ‘চরমপন্থি’ নেতা হানিফ?

ব্যবসায়ী আবুল বাসার মিন্টু নগরের বিনোদপুর বাজারের মেসার্স তামিম ইলেকট্রিকের মালিক ছিলেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী নগরের লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন পদ্মার পাড়ে মুখে পলিথিন ও স্কচটেপ প্যাঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। শনিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে চেষ্টা করছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
 

ঢাকা/কেয়া/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবস য় নগর র

এছাড়াও পড়ুন:

কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন

সময়ের আলোচিত রাজনৈতিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী হয়েছেন।

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এই সংসদীয় আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পেলেন।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অসুস্থ চেয়ারপারসন এবং লন্ডনে অবস্থান করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে চলমান আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।

ঢাকা/তারেক/রাসেল

সম্পর্কিত নিবন্ধ