জিতলে টিকবে আশা, হারলেই বাদ- এমন সমীকরণকে সামনে রেখেই আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে আফগানিস্তান। এই ম্যাচে জয়ী দল উঠে যাবে সেমি-ফাইনালে। আফগানিস্তান হারলে বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। অস্ট্রেলিয়া হেরে গেলে তাদের নির্ভর করতে হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচের ফলাফলের ওপর। এমন সমীকরণের ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেটে ২৭৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান সেদিকুল্লাহর। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান এসেছে আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাট থেকে। সেমি নিশ্চিত করতে এই ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্যও বাঁচা-মরার লড়াই।

বিস্তারিত আসছে.

..

উৎস: Samakal

কীওয়ার্ড: আফগ ন স ত ন আফগ ন স ত ন

এছাড়াও পড়ুন:

মামলা করলেন ঢাবির সেই শিক্ষিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষিকার এডিটেড ও ‘আপত্তিকর’ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে মামলা করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষিকা শেহরীন আনিম ভূঁইয়া মোনামী সোমবার (৩ নভেম্বর) দুপুরে বাদী হয়ে শাহবাগ থানায় মামালাটি করেন।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ মনসুর রাইজিংবিডি ডটকমকে বলেন, “মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তদন্তপূর্বক আসামিদের আইনের আওতায় আনা হবে।”

পুলিশ জানায়, সন্দেহভাজন আসামি মুজতবা খন্দকার সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। মুজতবা তার ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষিকার ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।”

এছাড়া আরো তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। মামলায় বেশ কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যারা এই ছবি ও তথ্য ছড়াতে সাহায্য করেছেন।

ঢাকা/এমআর/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ