যে কারণে ‘মান্নাত’ ছেড়ে ৯ কোটি টাকার ভাড়া বাসায় যাচ্ছেন শাহরুখ
Published: 3rd, March 2025 GMT
প্রাসাদোপম ‘মান্নাত’ ছেড়ে শাহরুখ খান এক নতুন ঠিকানায় যাচ্ছেন শাহরুখ খান। বান্দ্রার পালি হিলের এক অভিজাত অ্যাপার্টমেন্ট হবে খান পরিবারের নতুন ঠিকানা। বিটাউনের বেশ কিছু তারকা তাঁর প্রতিবেশী হবেন।
জানা গেছে, মুম্বাইয়ের পালি হিল এলাকার দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকবে খান পরিবার। জানা গেছে, দুটি অ্যাপার্টমেন্ট শাহরুখ তিন বছরের জন্য ৯ কোটি টাকায় ভাড়া নিয়েছেন। এ বছরের শেষের দিকে ‘মান্নাত’-এর সংস্কারকাজ শুরু হবে। দুই বছরের জন্য সংস্কারকাজ চলবে। তাই কিং খান আর তাঁর পরিবার এ বছরের মাঝামাঝি ঘর ছেড়ে তলপিতলপা গুটিয়ে বান্দ্রার পালি হিলের অ্যাপার্টমেন্টে যাবেন।
ডুপ্লেক্স এই অভিজাত অ্যাপার্টমেন্টে শাহরুখ, স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা আর দুই ছেলে আরিয়ান এবং আব্রাম থাকবেন। কিং খান দুটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভগনানি পরিবারের কাছ থেকে ভাড়া নিয়েছেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে