৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, এইচএসসি পাস ১৮-৩৫ বয়সীর সুযোগ, ভাতা দৈনিক ২০০
Published: 6th, March 2025 GMT
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে এবার ৪৮ জেলার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে। এ জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তি হতে কোনো ফি লাগবে না। দিনে ভাতা মিলবে। এ ব্যাচের প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে, ৭ দক্ষিণ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা ১২০৭-এর মাধ্যমে হবে।
গত মঙ্গলবার (৪ মার্চ) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগামী ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ২য় ব্যাচে ৩ মাস মেয়াদী (৬০০ ঘন্টা ব্যাপী) ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য ৪৮ জেলার ১৮ হতে ৩৫ বছর বয়সীরা আবেদনের সুযোগ পাবেন।
ফ্রিল্যান্সিং.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ৪৮ জ ল
এছাড়াও পড়ুন:
এইচএসসি পরীক্ষার দুই মাস বাকি, পরীক্ষার্থীদের করণীয় ১০ পরামর্শ
প্রিয় পরীক্ষার্থী, তোমরা ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। তোমাদের পরীক্ষা জুন মাসের ২৬ তারিখ থেকে শুরু হবে। এখন থেকে তুমি সময় পাবে মাত্র দুই মাস। মনে রেখো, সিলেবাসটি বড়, তাই এখন থেকেই তোমাকে রিভিশন দিয়ে সঠিক প্রস্তুতি নিতে হবে। তোমরা কীভাবে ভালো ফলাফল করবে, তা নিয়ে দেওয়া হলো ১০টি পরামর্শ।
১. আগে পরিকল্পনা ঠিক করো-
পরীক্ষায় প্রস্তুতি ভালো করে নেওয়ার জন্য প্রয়োজন পড়ার একটা ‘সঠিক পরিকল্পনা’ করা। আর সেই পরিকল্পনাটি কেমন হবে, তোমাকেই তা ঠিক করে নিতে হবে। তোমাকেই ধীরে ধীরে সঠিক প্রস্তুতির পরিকল্পনা বাস্তবায়ন করে নিতে হবে।
আরও পড়ুননেদারল্যান্ডসে স্কলারশিপ, আইইএলটিএস ৬.৫ বা টোয়েফলে ৯০ থাকলে আবেদন২৭ এপ্রিল ২০২৫২. বোর্ড তৈরি করে নাও-
‘পড়া ও পরীক্ষা’বিষয়ক প্রয়োজনীয় সবকিছু চোখের সামনে থাকা চাই। আর তা তোমার পড়ার টেবিলের সামনের বোর্ডে লাগিয়ে রাখতে হবে। যেমন তোমার তৈরি করা পড়ার রুটিন, এইচএসসি পরীক্ষার রুটিন, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও গণিতের সূত্রগুলো, ভূগোলের মানচিত্র, ছবি, গ্রাফ, খুঁটিনাটি সমস্যার সমাধান, প্রয়োজনীয় তথ্য ইত্যাদি। বোর্ডে সব দরকারি তথ্যগুলো তোমার চোখের সামনে থাকলে খুব সহজেই চোখে পড়বে, আর তা আয়ত্তে এসে যাবে।
৩. তৈরি করো পড়ার রুটিন-
একজন ছাত্রের প্রতিদিনের পড়ার ‘একটা রুটিন’ থাকতে হবে। তুমি বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা—যে বিভাগেই পড়ো না কেন, তুমি নিজেই একটা রুটিন তৈরি করে নেবে। কোন বিষয়টা আগে পড়বে, কোনটা পরে পড়বে, কোন বিষয়টা কত সময় ধরে পড়বে—তোমার প্রয়োজনমতো তা ঠিক করে নাও।
৪. সাইড নোট জরুরি-
প্রতিদিন পড়ার সময় তুমি বিভিন্ন বিষয়ে যে যে সমস্যার মুখোমুখি হবে, তা তখনই নোট খাতায় লিখে রাখবে। পরে সেই সমস্যাগুলো কলেজশিক্ষক বা গৃহশিক্ষক বা বড়দের সহায়তা নিয়ে সমাধান করে নিতে পারবে। এতে তোমার প্রস্তুতিটা অনেক সহজ হয়ে যাবে।
আরও পড়ুনএইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন, শিক্ষার্থীদের যে ১১ নির্দেশা মানতে হবে ২০ ফেব্রুয়ারি ২০২৫এম এ কালাম