বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে দরবৃদ্ধির শীর্ষে ছিল ডেসকো
Published: 9th, March 2025 GMT
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দরবৃদ্ধির শীর্ষে ছিল ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। সেদিন মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে বৃহস্পতিবার ডিএসইতে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের শেয়ারের দর আগের দিনের চেয়ে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের দর ২ টাকা ৮০ পয়সা বা ৬ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক শূন্য ৩ শতাংশ।
বৃহস্পতিবার দরবৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, সার্ফ ইন্ডাস্ট্রিজ পিএলসি, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বাটা সুজ কোম্পানি বাংলাদেশ লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ওয়াটা কেমিক্যালস লিমিটেড।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দাম বেড়েছে ১৩৯টি কোম্পানির এবং কমেছে ১৬৯টির। অপরিবর্তিত ছিল ৮৬টি কোম্পানির শেয়ারের দর।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র শ য় র র দর দরব দ ধ র
এছাড়াও পড়ুন:
কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন
সময়ের আলোচিত রাজনৈতিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী হয়েছেন।
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এই সংসদীয় আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পেলেন।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অসুস্থ চেয়ারপারসন এবং লন্ডনে অবস্থান করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে চলমান আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।
ঢাকা/তারেক/রাসেল