শাবিপ্রবিতে নারী ক্রিকেটারদের জয় উদ্যাপন করেছেন সবাই মিলে
Published: 9th, March 2025 GMT
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীদের নিয়ে ধুমধাম করে হয়ে গেল ক্রিকেট টুর্নামেন্ট। এই অন্তর্বিভাগ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পলিটিক্যাল স্টাডিজ বিভাগ। ১৩ ফেব্রুয়ারি ৯ উইকেটের বিশাল ব্যবধানে তারা হারিয়ে দেয় পরিবেশবিজ্ঞান বিভাগকে। ২১ দলের মধ্যে সেরা হওয়ায় বিভাগের সবাই ভীষণ আনন্দিত। জয় উদ্যাপন করতে তাই এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল পলিটিক্যাল স্টাডিজ বিভাগ।
বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান। মাঠের দুই পাশে স্থাপন করা হয়েছিল ‘পলিটিক্যাল স্টাডিজ বিভাগ চ্যাম্পিয়ন’ লেখা স্মারক। রঙিন বাতি, বেলুন আর আতশবাজিতে ঝলমল করছিল পুরো মাঠ। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এক হয়ে নারী ক্রিকেট দলের সদস্যদের লালগালিচা সংবর্ধনা দেন। দলের সদস্যরা হলেন আফসারা তাসনিম, মুহয়ী জাহান, সাথী আক্তার, ইসরাত জাহান, আতিকা আক্তার, আফরোজা খানম, মিতু খানম, সেজুতি রহমান, মারিয়া সুলতানা, উম্মে হানি, হাবিবা আক্তার, সানজিদা পাঠান, মুনিরা মাহমুদ ও সাদিয়া আফরিন।
আরও পড়ুনবিদেশে পড়তে চাই, কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ের কোন প্রোগ্রাম আমার জন্য০৯ ফেব্রুয়ারি ২০২৫ভিন্নধর্মী উদ্যাপনপলিটিক্যাল স্টাডিজ বিভাগের নারী ক্রিকেটাররাই তো এই দিনের বড় তারকা! তাই সবাই তাঁদের সঙ্গে ছবি তুলছিলেন। সন্ধ্যা সাতটার আগে শিক্ষকদের উপস্থিতিতে পরিবেশ আরও আনন্দমুখর হয়ে ওঠে। রাত সাড়ে সাতটায় শুরু হয় আলোচনা সভা, যেখানে নারী ক্রিকেটারদের লালগালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং প্রত্যেক খেলোয়াড়ের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট।
নারী ক্রিকেট দলের খেলোয়াড় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুনিরা মাহমুদ বলেন, ‘অন্তর্বিভাগ নারী ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া আমাদের পরিশ্রম, একতা ও আত্মবিশ্বাসের ফসল। বিভাগের শিক্ষক, কর্মকর্তা, সিনিয়র ও জুনিয়ররা পাশে ছিলেন বলেই এই অর্জন সম্ভব হয়েছে।’
অ্যালামনাইদের পক্ষ থেকেও গত ৭ মার্চ দেওয়া হয়েছে সংবর্ধনা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন
সময়ের আলোচিত রাজনৈতিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী হয়েছেন।
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এই সংসদীয় আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পেলেন।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অসুস্থ চেয়ারপারসন এবং লন্ডনে অবস্থান করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে চলমান আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।
ঢাকা/তারেক/রাসেল