পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) হামলায় চারজন আধা সামরিক সেনা নিহত হয়েছেন। 

রোববার সকালে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় আফগানিস্তান সীমান্তবর্তী একটি নিরাপত্তা চৌকিতে এই হামলা হয়। 

পাকিস্তানি এক পুলিশ কর্মকর্তা জানান, ভারী অস্ত্রে সজ্জিত জঙ্গিরা নিরাপত্তা চৌকিতে হামলা চালালে চারজন সেনা নিহত এবং আরও সাতজন আহত হন। 

এর আগে গত সপ্তাহে বান্নু জেলায় সেনাঘাঁটিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক ও পাঁচজন সেনা নিহত হন। ২০২১ সালে আফগান তালেবান কাবুলের ক্ষমতা গ্রহণের পর থেকে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে জঙ্গি হামলা ও সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এএফপি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মামলা করলেন ঢাবির সেই শিক্ষিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষিকার এডিটেড ও ‘আপত্তিকর’ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে মামলা করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষিকা শেহরীন আনিম ভূঁইয়া মোনামী সোমবার (৩ নভেম্বর) দুপুরে বাদী হয়ে শাহবাগ থানায় মামালাটি করেন।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ মনসুর রাইজিংবিডি ডটকমকে বলেন, “মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তদন্তপূর্বক আসামিদের আইনের আওতায় আনা হবে।”

পুলিশ জানায়, সন্দেহভাজন আসামি মুজতবা খন্দকার সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। মুজতবা তার ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষিকার ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।”

এছাড়া আরো তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। মামলায় বেশ কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যারা এই ছবি ও তথ্য ছড়াতে সাহায্য করেছেন।

ঢাকা/এমআর/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ