সিলেটের ইবনে সিনা হাসপাতালের সাইনবোর্ডে হঠাৎ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে নগরের ইবনে সিনা হাসপাতালের সাইনবোর্ডে এ লেখা ভেসে ওঠে। এ সময় প্রত্যক্ষদর্শী অনেকে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের সোবহানীঘাট এলাকার ইবনে সিনা হাসপাতালের দুটি ভবনের বাইপাস লেনের সংযোগস্থলে ডিজিটাল সাইনবোর্ড লাগানো আছে। ওই সাইনবোর্ডে গতকাল রাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে ওঠে। সাইনবোর্ডের অন্য পাশে ‘তালামিজে যোগ দিন’ লেখাও দেখতে পান প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা।

এ ঘটনায় ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক মুদাব্বির হোসেনকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। গতকাল রাতেই হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিসেস) কর্নেল (অব.

) রুকনুল ইসলাম চৌধুরী এ কমিটি গঠন করেন। তদন্ত কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির অন্য তিন সদস্য হলেন হাসপাতালের পরিচালক আবদুল কাদের খান, সিএমও মেজর (অব.) আবদুস সালাম চৌধুরী, হাসপাতালের ব্যবস্থাপক (অ্যাডমিন অ্যান্ড ইনচার্জ) আলী হায়দার মো. তানভীর। জানতে চাইলে আলী হায়দার মো. তানভীর জানান, এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ইনব র ড তদন ত

এছাড়াও পড়ুন:

কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন

সময়ের আলোচিত রাজনৈতিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী হয়েছেন।

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এই সংসদীয় আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পেলেন।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অসুস্থ চেয়ারপারসন এবং লন্ডনে অবস্থান করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে চলমান আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।

ঢাকা/তারেক/রাসেল

সম্পর্কিত নিবন্ধ