উইকেটের মিছিলে এক প্রান্তে আগলে রেখে দারুণ খেলতে থাকেন মোহাম্মদ রাকিব। জয়ের কাছে গিয়ে পড়ে যায় নবম উইকেটও। কিন্তু হাল ছাড়েননি রাকিব। আব্দুল গাফফার রনিকে নিয়ে অগ্রণীর বিপক্ষে পারটেক্সকে জয় এনে দিয়েই মাঠ ছাড়েন রাকিব। 

মিরপুর শের-ই-বাংলায় টস হেরে ব্যাটিং করতে নেমে ২১৮ রানে থামে অগ্রণী ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব। তাড়া করতে নেমে ১ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় পারটেক্স। 

পাঁচে নেমে সর্বোচ্চ ৮০ রান করেন রাকিব। ১০৩ বলে ৫টি করে চার-ছয়ের মারে ইনিংসটি সাজান এই ব্যাটার। তার সঙ্গে গাফফার ১ রানে অপরাজিত থাকেন। 

আরো পড়ুন:

নাঈমের উড়ন্ত সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের সহজ জয়

কষ্টের জয়ে শীর্ষেই রইল আবাহনী

শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পারটেক্স। ৩ রানে প্রথম উইকেটের পতনের পর একশর আগেই চার উইকেট পড়ে যায়। হাল ধরে খেলতে থাকেন রাকিব। মাঝে আহরার আমিন (২২) জাওয়াদ রোহানরা (১৮) থিতু হলেও ইনিংস শেষ করে আসতে পারেননি। 

শেষ দিকে ২০৩ থেকে ২০৯ রানের মধ্যে চার উইকেট হারিয়ে আরও বিপাকে পড়ে পারটেক্স। ২০৯ রানে নাঈম ইসলাম জুনিয়র আউট হলে জয় নিয়ে শংকা জাগে। তবে শেষ পর্যন্ত তা আর হতে দেননি রাকিব। এ ছাড়া আদিল ৩২ ও তানভীর হোসেন ২৫ রান করেন। অগ্রণীর হয়ে দুটি করে উইকেট করে নেন আরিফ আহমেদ-নাঈম হাসান।  

এর আগে মারশাল আয়ূব এর ফিফটিতে ভর করে ২১৯ রানের লক্ষ্য দিতে পারে অগ্রণী। ৮৭ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন আয়ুব। ৫টি চারে সাজানো ছিল ইনিংসটি। ৩১ রান আসে ওপেনার সাদমান ইসলামের ব্যাট থেকে। ২৪ বলে ২৭ রান করেন শুভাগত হোম। শেষে ২২ রানে অপরাজিত ছিলেন মেহেদী হাসান রানা। 

এ ছাড়া আর কোনো ব্যাটার সুবিধা করতে পারেননি। অধিনায়ক ইমরুল কায়েস ৩৩ বলে ১৯ রান করেন। আর কেউ বিশের বেশি রান করতে পারেননি। পারটেক্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাঈম ইসলাম জুনিয়র। ২ উইকেট করে নেন মোহর শেখ, আলাউদ্দিন বাবু ও জাওয়াদ রোহান।

এদিকে বৃষ্টিতে ভেসে গেছে বিকেএসপির দুই ম্যাচ। গুলশান ক্রিকেট ক্লাব-লিজেন্ডস অব রূপগঞ্জ ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ পরিত্যাক্ত হয়। বৃষ্টির পেটে বিকেএসপির ম্যাচ  

 

ঢাকা/রিয়াদ/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ন উইক ট

এছাড়াও পড়ুন:

কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন

সময়ের আলোচিত রাজনৈতিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী হয়েছেন।

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এই সংসদীয় আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পেলেন।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অসুস্থ চেয়ারপারসন এবং লন্ডনে অবস্থান করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে চলমান আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।

ঢাকা/তারেক/রাসেল

সম্পর্কিত নিবন্ধ