নাশকতার নির্দেশদাতা হিসেবে সৈয়দা মোনালিসা ইসলামকে (৪৩) গ্রেপ্তার দেখাতে নির্দেশ দিয়েছেন মেহেরপুরের আদালত। তিনি সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি। এর আগে গ্রেপ্তার দেখানো অন্য একটি মামলায় মোনালিসার পক্ষে তাঁর আইনজীবীরা জামিন আবেদন করেন। সেই আবেদন নাকচ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মন্‌জুরুল ইমাম। কোর্ট পুলিশ পরিদর্শক মানস রঞ্জন দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দুপুরে বিচারক জামিন আবেদন নাকচ করেন। এরপর নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মেহেরপুর সদর থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা প্রহলাদ রায় আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। 

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলি আদালতের বিচারক মো.

জাহিদুর রহমান তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, আরেকটি মামলায় সম্প্রতি সৈয়দা মোনালিসা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন

সময়ের আলোচিত রাজনৈতিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী হয়েছেন।

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এই সংসদীয় আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পেলেন।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অসুস্থ চেয়ারপারসন এবং লন্ডনে অবস্থান করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে চলমান আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।

ঢাকা/তারেক/রাসেল

সম্পর্কিত নিবন্ধ