শহরের অবকাঠামো ও যানবাহন চলাচল বিশ্লেষণে সহায়তা করতে গুগল ম্যাপসে নতুন টুল চালু করছেগুগল। গুগলের দাবি,টুলটির সহায়তায় গুগল ম্যাপসের তথ্য কাজে লাগিয়ে সরকারি সংস্থা, উন্নয়ন প্রকল্পের গবেষক ও পরিকল্পনাকারীরা বর্তমানের তুলনায় কার্যকরভাবে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নিতে পারবেন।

গুগল জানিয়েছে, প্রথমবারের মতো ক্লাউডভিত্তিক ডেটা বিশ্লেষণ প্ল্যাটফর্ম ‘বিগকোয়েরি’র বিভিন্ন তথ্যগুগল ম্যাপসে যুক্ত করা হয়েছে।ফলে ব্যবহারকারীরা সরাসরি ‘ইমেজারি ইনসাইটস’,‘রোডস ম্যানেজমেন্টইনসাইটস’ও‘প্লেসেস ইনসাইটস’সুবিধা ব্যবহার করে বিস্তারিতভাবে তথ্য বিশ্লেষণ করার সুযোগ পাবেন। এসবতথ্যশহর উন্নয়ন,অবকাঠামো রক্ষণাবেক্ষণওযানবাহন চলাচল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণভূমিকা রাখতে পারে।

আরও পড়ুনগুগল ম্যাপসে থাকা অদ্ভুত এসব ছবির মানে কী১১ ফেব্রুয়ারি ২০২৫

গুগলের তথ্যমতে,‘ইমেজারি ইনসাইটস’সুবিধার মাধ্যমে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো বিদ্যুতের খুঁটি, সড়ক চিহ্নসহ অন্যান্যঅবকাঠামোর অবস্থা পর্যবেক্ষণ করা যাবে। ‘রোডসম্যানেজমেন্ট ইনসাইটস’সুবিধার মাধ্যমে সড়কের অতীত ও বর্তমান যান চলাচলের তথ্য বিশ্লেষণ করা যাবে। এসব তথ্য যানজট নিরসন, সঠিক রাস্তা নির্বাচন বা জরুরি অবস্থা মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। অন্যদিকে, ‘প্লেসেস ইনসাইটস’সুবিধার মাধ্যমে নির্দিষ্ট এলাকার জনপ্রিয় স্থানগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা যাবে।

এ ছাড়া ‘বিগকুয়েরি’সুবিধার মাধ্যমে গুগলের ‘আর্থ ইঞ্জিন’প্ল্যাটফর্মের তথ্য ব্যবহারের সুযোগ মিলবে। এর ফলে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের ছবি বিশ্লেষণ করে বন ধ্বংস, অগ্নিকাণ্ডের ঝুঁকি বা জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়নের কাজ আরও সহজ হবে। গুগলের মতে, তথ্যভিত্তিক এই উদ্যোগ বিভিন্ন শহর ও প্রতিষ্ঠানের জন্য টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সূত্র: দ্য ভার্জ

আরও পড়ুনগুগল ম্যাপসে নিজের অবস্থানের তথ্য অন্যকে জানাবেন যেভাবে০২ জানুয়ারি ২০২৪.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

২৭ নভেম্বর জকসু নির্বাচন না হলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হবে: আপ বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন ২৭ নভেম্বরেই অনুষ্ঠিত না হলে তা শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের প্রতারণা বলে মন্তব্য করেছে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ। এ সময় পাঁচ দফা দাবি তুলে ধরে সংগঠনটি।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়েছে।

আরো পড়ুন:

২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির

জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর

দাবিগুলো হলো— আসন্ন জকসু নির্বাচন ২৭ নভেম্বরেই অনুষ্ঠিত করতে হবে; নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে; নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা ও স্বাধীনতা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে; সব সংগঠনকে সমান সুযোগ দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে; অরাজনৈতিক, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।

সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও জবির প্রধান সংগঠক মাসুদ রানা বলেন, “আমরা যখন জকসুর দাবিতে অনশন করছিলাম, তখন প্রশাসন ২৭ নভেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়ে আমাদের অনশন ভাঙিয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, একটি মহল নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে।”

তিনি বলেন, “ডিসেম্বর মাসে ভর্তি পরীক্ষা ও বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা থাকায় ওই মাসে নির্বাচন অসম্ভব। তাই ২৭ নভেম্বরই জকসু নির্বাচনের উপযুক্ত সময়।”

তিনি আরো বলেন, “আমরা জানতে চাই, নির্বাচন পেছানোর মধ্য দিয়ে জকসু নির্বাচন ভণ্ডুল করার কোনো প্রক্রিয়া চলছে কিনা। পুরান ঢাকাকে অস্থিতিশীল করে একটি মহল নির্বাচন পণ্ড করতে চায়। শিক্ষার্থীদের জীবনের প্রথম ভোট হবে জকসু নির্বাচন—তা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না।”

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ