রাজধানীর সেগুনবাগিচায় বাসদের কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর ও খুলে নেওয়ার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। শুক্রবার বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

এতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত সেগুনবাগিচায় ৮/৪-এ ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলায় অবস্থিত বাসদ কার্যালয় ও ভ্যানগার্ড কার্যালয়ের সাইনবোর্ড খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় ভবনে উপস্থিত বাসদের কর্মীরা ওপর থেকে ডাকাডাকি করলে দুর্বৃত্তরা ভ্যানগার্ড কার্যালয় লেখা সাইনবোর্ডটি নিয়ে পালিয়ে যায় এবং বাসদের সাইনবোর্ডটি খোলার চেষ্টা করলেও সেটি নিতে পারেনি। 

বিবৃতিতে বাসদ অফিসের সাইনবোর্ড ভাঙচুর ও খুলে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বাসদ অফিসসহ সব রাজনৈতিক দলের কার্যালয়ের নিরাপত্তা বিধানে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এর আগে ৯ এপ্রিল রাতেও একবার দুর্বৃত্তরা সাইনবোর্ড খুলে নেওয়ার চেষ্টা করে। ওইদিনও বাসদের কর্মীরা দেখে ফেলায় তা নিতে পারেনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র স ইনব র ড

এছাড়াও পড়ুন:

কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন

সময়ের আলোচিত রাজনৈতিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী হয়েছেন।

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এই সংসদীয় আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পেলেন।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অসুস্থ চেয়ারপারসন এবং লন্ডনে অবস্থান করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে চলমান আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।

ঢাকা/তারেক/রাসেল

সম্পর্কিত নিবন্ধ