থানা ফটকে বিএনপি নেতাকে হাতুড়িপেটা, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে
Published: 18th, April 2025 GMT
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতা আজাদ হোসেনকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার দুপুরে থানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আজাদ হোসেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।
উল্লাপাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নিক্সন কুমার আমিন বলেন, বিএনপি নেতা আজাদ উল্লাপাড়া মোটর মালিক সমিতির অফিসে নিয়মিত উঠা-বসা করেন। শিবিরের নেতাকর্মীরা এ বছর সিএনজি স্ট্যান্ডের ইজারা পেয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তারা ইজারা তুলতে এসে মোটর মালিক সমিতির অফিসের কক্ষ থেকে শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নামিয়ে ফেলতে বলেন। এ নিয়ে তাদের সঙ্গে স্থানীয়দের কথা কাটাকাটি হয়।
তিনি আরও বলেন, শুক্রবার উপজেলা মসজিদে জুমার নামাজ পড়ে আজাদ থানার গেটের সামনে যান। সেখানে বৃহস্পতিবারের ঘটনার জেরে আজাদের ওপর অতর্কিত হামলা করেন জামায়াত-শিবিরের তিন-চারজন নেতাকর্মী। তারা হাতুড়ি ও রড দিয়ে আজাদকে পিটিয়ে জখম করে পালিয়ে যান।
এ বিষয়ে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী জহুরুল ইসলাম পিনু বলেন, জামায়াতের ইসলামীর পক্ষ থেকে উল্লাপাড়া সিএনজি স্ট্যান্ড বাংলা নতুন বছরের ইজারা নেওয়া হয়েছে। জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা ইজারার টাকা তুলতে গেলে আজাদের সমর্থকরা বৃহস্পতিবার বিকেলে ও শুক্রবার সকালে তাদের দুই দফা মারধর করে। এরই জেরেই আজাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক বলেন, বিএনপি নেতা আজাদকে মারধরের পর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। আহত আজাদকে বগুড়ায় নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স র জগঞ জ ন ত কর ম র র ন ত কর ম উল ল প ড় উপজ ল ব এনপ
এছাড়াও পড়ুন:
কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন
সময়ের আলোচিত রাজনৈতিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী হয়েছেন।
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এই সংসদীয় আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পেলেন।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অসুস্থ চেয়ারপারসন এবং লন্ডনে অবস্থান করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে চলমান আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।
ঢাকা/তারেক/রাসেল