সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতা আজাদ হোসেনকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। 

শুক্রবার দুপুরে থানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আজাদ হোসেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

উল্লাপাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নিক্সন কুমার আমিন বলেন, বিএনপি নেতা আজাদ উল্লাপাড়া মোটর মালিক সমিতির অফিসে নিয়মিত উঠা-বসা করেন। শিবিরের নেতাকর্মীরা এ বছর সিএনজি স্ট্যান্ডের ইজারা পেয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তারা ইজারা তুলতে এসে মোটর মালিক সমিতির অফিসের কক্ষ থেকে শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নামিয়ে ফেলতে বলেন। এ নিয়ে তাদের সঙ্গে স্থানীয়দের কথা কাটাকাটি হয়। 

তিনি আরও বলেন, শুক্রবার উপজেলা মসজিদে জুমার নামাজ পড়ে আজাদ থানার গেটের সামনে যান। সেখানে বৃহস্পতিবারের ঘটনার জেরে আজাদের ওপর অতর্কিত হামলা করেন জামায়াত-শিবিরের তিন-চারজন নেতাকর্মী। তারা হাতুড়ি ও রড দিয়ে আজাদকে পিটিয়ে জখম করে পালিয়ে যান। 

এ বিষয়ে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী জহুরুল ইসলাম পিনু বলেন, জামায়াতের ইসলামীর পক্ষ থেকে উল্লাপাড়া সিএনজি স্ট্যান্ড বাংলা নতুন বছরের ইজারা নেওয়া হয়েছে। জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা ইজারার টাকা তুলতে গেলে আজাদের সমর্থকরা বৃহস্পতিবার বিকেলে ও শুক্রবার সকালে তাদের দুই দফা মারধর করে। এরই জেরেই আজাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।  

উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক বলেন, বিএনপি নেতা আজাদকে মারধরের পর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। আহত আজাদকে বগুড়ায় নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স র জগঞ জ ন ত কর ম র র ন ত কর ম উল ল প ড় উপজ ল ব এনপ

এছাড়াও পড়ুন:

ডিহাইড্রেশন দূর করতে ‘লেবুর কাজী’

লেবুর কাজী ভাতের সাথে ডালের মতো খেতে পারেন। এ ছাড়া আলু ভর্তা, ডিম ভাজি, মাংসের ঝুরা, কালা ভুনা, এবং কোয়াবের সঙ্গে খেতেও অনেক ভালো লাগে। ভুনা বা ডিপ ফ্রাই মাছের সাথেও বেশ জমে যায় লেবুর কাজী।

উপকরণ

ঠান্ডা পানি: ৫০০ মিলি

ভাজা শুকনা মরিচ: ২টি

লেবু: ১টি (রস করে নেওয়া)

সরিষার তেল: ১ টেবিল চামচ

রসুন কুচি: ১ চা চামচ

লবণ: স্বাদমতো

প্রথম ধাপ: একটি বড় বাটিতে লেবুর রস, শুকনা মরিচ, রসুন কুচি, সরিষার তেল ও লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর  হাত দিয়ে উপকরণগুলো ভালোভাবে মেখে নিন।

দ্বিতীয় ধাপ: এবার পরিমাণমতো পানি যোগ করুন। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি লেবুর কাজী।

সূত্র: শিউলি কিচেন

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ