নরসিংদীতে প্রায় ১৫ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে মাধবদীর শেখেরচর বাবুরহাট বাজারের তিনতলা একটি ভবনের কার্নিশ থেকে স্বামী ও শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একই থানার বালুসাইর এলাকার বাড়ি থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মারা যাওয়ারা হলেন- রাজু মিয়া (৪০) এবং মানছুরা বেগম (৩৫)। তারা মাধবদী উপজেলার মহিষাশুরা ইউনিয়নের বালুসাইর এলাকার বাসিন্দা।

আরো পড়ুন:

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুন, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

নিজ ঘরে মিলল যুবদল নেতার অর্ধগলিত মরদেহ

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজু এবং মানছুরার ১৯ বছর আগে বিয়ে হয়। রাজু মাদকাসক্ত ছিলেন। এ কারণে স্ত্রীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। ধারণা করা হচ্ছে, কলহের জেরে শুক্রবার রাতে স্ত্রী মানছুরাকে ঘরের ভেতর শ্বাসরোধ করে হত্যা করেন রাজু। এরপর তিনি ঘরের দরজা তালাবদ্ধ করে পালিয়ে যান। রাত সাড়ে ৮টার দিকে তালা ভেঙে পুলিশ মনছুরার মরদেহ উদ্ধার করে।  

আজ সকাল ১১টার দিকে বাবুরহাটের একটি তিনতলা ভবনের কার্নিশে ঝুলন্ত অবস্থায় রাজুর মরদেহ দেখতে পান বাজারের ব্যবসায়ীরা। 

মাধবদী থানার ওসি মো.

নজরুল ইসলাম বলেন, “শুক্রবার রাতে বসত ঘরের দরজার তালা ভেঙে ওড়না পেচানো অবস্থায় নারীর মরদেহ দেখতে পান তার স্বজনরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। আজ সকাল ১১টার দিকে শেখেরচর বাবুরহাটে মারা যাওয়া নারীর স্বামীর মরদেহ পাওয়া গেছে বলে খবর পেয়েছি। ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে শেখেরচর পুলিশ ফাঁড়ি।” 

তিনি আরো বলেন, “ধারণা করা হচ্ছে, নারীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী আত্মহত্যা করেছেন। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।”

ঢাকা/হৃদয়/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ উদ ধ র র র মরদ হ

এছাড়াও পড়ুন:

সেই আছিয়ার পরিবারকে গরু ও ঘর দিল জামায়াত

মাগুরায় যৌন নিপীড়নের শিকার হয়ে মারা যাওয়া আলোচিত শিশু আছিয়ার পরিবারকে দুটি গরু ও একটি গোয়ালঘর উপহার দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আছিয়ার পরিবারকে এ উপহার দেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়ার বাড়িতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে উপহার হস্তান্তর করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কুষ্টিয়া ও যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।

এ সময় জেলা জামায়াতের আমির এম বি বাকের, সাবেক আমির ও কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মতিনসহ স্থানীয় এবং জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

শিশু ছাত্রীকে যৌন নির্যাতন, মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা 

অপারেশনের পর শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা

গত ১৫ মার্চ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আছিয়ার বাড়িতে যান। তিনি শিশুটির মৃত্যুর ঘটনায় দ্রুত বিচার চান। সে সময় আছিয়ার পরিবারকে স্বাবলম্বী করতে একটি গোয়াল ঘর এবং দুটি গরু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জামায়াতের আমির। 

আট বয়সী আছিয়া মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় বলে পরিবারের তরফ থেকে অভিযোগ ওঠে। গত ৬ মার্চ অচেতন অবস্থায় মাগুরার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে মাগুরা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে থেকে সেদিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়া হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। দুই দিন পর ৮ মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। ১৩ মার্চ বৃহস্পতিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আছিয়ার।

ঢাকা/শাহীন/রফিক

সম্পর্কিত নিবন্ধ