অনুশীলন থেকে ফেরার পথে মডরিচের সতীর্থের মর্মান্তিক মৃত্যু
Published: 19th, April 2025 GMT
ক্রোয়েশিয়ার সাবেক মিডফিল্ডার নিকোলা পোকরিভ্যাক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৯ বছর। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, অনুশীলন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।
পোকরিভ্যাক ২০১০ সালে সর্বশেষ ক্রোয়েশিয়ার হয়ে ম্যাচ খেলেছেন। লুকা মডরিচের সতীর্থ ছিলেন তিনি। ক্রোয়েশিয়ার হয়ে মাত্র ১৫ ম্যাচ খেলার সুযোগ হয়েছে তার। তবে ফুটবলার হিসেবে একজন যোদ্ধা ছিলেন তিনি।
ক্রোয়াট এই ডিফেন্সিভ মিডফিল্ডার মোনাকো, রেড বুল সলসবার্গ, ডায়নামো জাগরেভের হয়ে খেলেছেন। তবে কোন ক্লাবে সেভাবে থিতু হতে পারেননি। তারপরও ফুটবল ছাড়েননি তিনি। শেষ নিশ্বাস পর্যন্ত ফুটবলের সঙ্গেই ছিলেন।
পোকরিভ্যাক লিম্ফোমা ক্যান্সারে আক্তান্ত হন। ২০১৫ সালে যে কারণে তার পেশাদার ক্রিকেট ছাড়তে হয়। তবে এরপরও নিচের সারির ক্লাবে ফুটবল খেলেছেন তিনি। ২০১৭-২১ পর্যন্ত বয়সভিত্তিক দলে কোচিং করিয়েছেন। এরপর ২০২১ সালে আবারো খেলায় ফেরেন তিনি।
তার মৃত্যুতে শোক জানিয়ে ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কারিজান কোস্টিক বলেন, ‘নিকোলাস অসাধারণ ফুটবলার ছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ফুটবলের সঙ্গে ছিলেন তিনি। অসুস্থতার সময়ও তিনি ফুটবল ছাড়েননি। অভাবনীয় সাহস দেখিয়েছেন।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল র
এছাড়াও পড়ুন:
মামলা করলেন ঢাবির সেই শিক্ষিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষিকার এডিটেড ও ‘আপত্তিকর’ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে মামলা করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষিকা শেহরীন আনিম ভূঁইয়া মোনামী সোমবার (৩ নভেম্বর) দুপুরে বাদী হয়ে শাহবাগ থানায় মামালাটি করেন।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ মনসুর রাইজিংবিডি ডটকমকে বলেন, “মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তদন্তপূর্বক আসামিদের আইনের আওতায় আনা হবে।”
পুলিশ জানায়, সন্দেহভাজন আসামি মুজতবা খন্দকার সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। মুজতবা তার ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষিকার ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।”
এছাড়া আরো তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। মামলায় বেশ কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যারা এই ছবি ও তথ্য ছড়াতে সাহায্য করেছেন।
ঢাকা/এমআর/মেহেদী