খিলগাঁওয়ে দুই শিশুর অস্বাভাবিক মৃত্যু
Published: 2nd, May 2025 GMT
রাজধানীর খিলগাঁওয়ে আজ শুক্রবার পৃথক ঘটনায় দুই শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবার বলেছে, তারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
মৃত শিশুরা হলো মাদ্রাসাছাত্র ইসমাইল সোনার ওরফে হৃদয় (১৪) ও মাদ্রাসাছাত্রী মাহিনুর আক্তার (১২)।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ইসমাইল মা–বাবার সঙ্গে খিলগাঁওয়ের মধ্য মেরাদিয়ায় থাকত। সে মেরাদিয়ায় একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ত।
ইসমাইলের বাবা মিল্টন পেশায় রিকশাচালক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি প্রথম আলোকে বলেন, ‘ইসমাইলের মা গৃহকর্মীর কাজ করে। আজ সকালে ইসমাইলের মা বাসাবাড়ির কাজে যায় এবং আমিও কাজে বের হই। দুপুরে বাসায় ফিরে এসে দেখি একটি কক্ষের দরজা বন্ধ, কোনো সাড়াশব্দ নেই। পরে দরজা ভেঙে দেখি সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ইসমাইল ঝুলছে।’ পরে সেখান থেকে অচেতন অবস্থায় নামিয়ে ইসমাইলকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে শিশুটিকে ঢাকা মেডিকেলে আনা হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.
অন্য ঘটনায় আজ বেলা তিনটার দিকে খিলগাঁওয়ের সিপাহীবাগের জামতলার ভাড়া বাসার বারান্দায় গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় শিশু মাহিনুরকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন বলে পরিদর্শক মো. ফারুক জানান।
মাহিনুরের মা মনি বেগম বলেন, ‘মেয়ের মানসিক সমস্যা ছিল। মাসখানেক আগেও একবার সে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেছিল।’
মাহিনুর সিপাহীবাগের একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ত। তার বাবা রুবেল মিয়া রিকশাচালক। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে বড়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অবস থ
এছাড়াও পড়ুন:
এনআরবিসি ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত
এনআরবিসি ব্যাংকের কুমিল্লা জোনে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) ফেনীর একটি হোটেল অনুষ্ঠিত টাউন হল মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, ডিএমডি ও সিএফও হারুনুর রশীদ, কুমিল্লা জোনাল হেড কাজী মোহাম্মদ জিয়াউল করীমসহ শাখা-উপশাখাগুলোর সব স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
সাউথইস্ট ব্যাংকের এমডির পদত্যাগ
ঋণ খেলাপি মামলা করায় ব্যাংক ম্যানেজারকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, “কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও ফেনীর সমন্বয়ে গঠিত কুমিল্লা জোনের বিদ্যমান শ্রেণিকৃত ঋণ ৫ শতাংশ থেকে শূন্যে নামিয়ে আনতে হবে। ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিয়মনীতির অনুসরণ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।অন্যদিকে ঋণশৃঙ্খলা অনুসরণের মাধ্যমে গুণগত মানসম্পন্ন সম্পদ বাড়াতে হবে। ঋণ আদায় বাড়াতে প্রয়োজনীয় আইনগত পদ্ধতির প্রয়োগ করতে হবে। এতে কর্পোরেট সুশাসন ও কমপ্লায়েন্স নিশ্চিত হবে এবং সাথে সাথে ব্যাংকের মুনাফা বৃদ্ধিসহ অন্যান্য সূচকে অগ্রগতি হবে।”
তিনি আরো বলেন, “সুদবিহীন ও স্বল্প সুদের আমানতের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে তহবিল ব্যয় কমিয়ে আনা এবং সিএমএসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি করতে হবে।”
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, “প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের ব্যাংকের বিপুলসংখ্যক শাখা-উপশাখা রয়েছে। কুমিল্লায় বড় শিল্পের পাশাপাশি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) রয়েছে। এছাড়া মৎস্য চাষ ও কৃষিভিত্তিক শিল্পের দ্রুত প্রসার ঘটছে কুমিল্লায়।এই অঞ্চলের শাখা ও উপশাখাগুলোর মাধ্যমে এসব খাতের উন্নয়নে সার্বিক সেবা কার্যক্রম আরো বাড়াতে হবে। বিপুলসংখ্যক প্রবাসীদের তাদের প্রয়োজন বিবেচনা করে ব্যাংকিং সেবা বিস্তার ঘটাতে হবে।”-বিজ্ঞপ্তি
ঢাকা/এসবি