Prothomalo:
2025-09-18@04:29:30 GMT

কাকতালের জনপ্রিয় তিনটি গান

Published: 18th, May 2025 GMT

কাকতাল আর গাইবে না। চার বছরের পথচলায় ইতি টেনেছে ব্যান্ডটি। গতকাল শনিবার রাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে কাকতাল।
‘আবার দেখা হবে’, ‘গোলকধাঁধা’, ‘সোডিয়াম’-এর মতো গানে তরুণ শ্রোতাদের মাঝে পরিচিতি পেয়েছে কাকতাল।

ব্যান্ডের ইউটিউব চ্যানেলে সবচেয়ে জনপ্রিয় গানের তালিকার শীর্ষে রয়েছে ‘আবার দেখা হবে’। ব্যান্ডের শুরুর দিকের গান এটি। চার বছর আগে প্রকাশিত গানটি ইউটিউবে ২৬ লাখেরও বেশিবার শোনা হয়েছে।

আরও পড়ুনপ্রচলিত নিয়মে যাওয়ার কোনো মানেই নেই: অন্তু০৪ অক্টোবর ২০২৪

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘গোলকধাঁধা’, তিন বছর আগে প্রকাশিত গানটি ২০ লাখেরও বেশিবার শোনা হয়েছে। তৃতীয় গান সোডিয়াম প্রকাশিত হয়েছে দুই বছর আগে। গানটি সাত লাখের বেশিবার শোনা হয়েছে।

গতকাল রাতে এক ফেসবুক পোস্টে ব্যান্ডটি লিখেছে, ‘প্রায় চার বছরের এক দুর্দান্ত যাত্রা ছিল আমাদের, সেটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা ও পাশে থাকার জন্য। এই যাত্রায় আমরা অনেক ভালোবাসা, প্রাপ্তি আর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, যা আমাদের কল্পনারও বাইরে ছিল। আমরা আশা করি, আমাদের গানগুলো আপনাদের স্মৃতির পাতায় কিছুটা হলেও জায়গা করে নিতে পেরেছে।’

পথচলার ইতি টানার কারণ হিসেবে ব্যান্ডটি জানিয়েছে, যেই শান্তির খোঁজে এই যাত্রা শুরু হয়েছিল, সেটিই এখন হারিয়ে যেতে বসেছে। তাই এখন এই পথচলার ইতি টানার সময় এসেছে। সবশেষে ব্যান্ডটি লিখেছে, ‘আমরা সবাই যেন নিজ নিজ জীবনে সেই শান্তিটুকু খুঁজে পাই।’

কাকতালে সক্রিয় সদস্যের মধ্যে ছিলেন নাজেম আনোয়ার, অ্যালেক্স জোভেন, ঋদ্ধ, অন্তর ও জাভেদ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব য ন ডট ক কত ল

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে আজ থেকে শুরু সপ্তাহব্যাপী ‘ডিজিট্যাক্ট’

ছবি: চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ