কর্মীদের উৎপাদনশীলতা বাড়াতে সপ্তাহে চার দিনের অফিস শুরু করেছে অনেক দেশের কোম্পানি। পরীক্ষামূলকভাবে শুরুর পর পদ্ধতিতে সফলতা পেয়ে অনেকেই সে পথেই হাঁটছে। চার দিনের কর্মসপ্তাহের নিয়মকে স্থায়ী করেছে অনেক প্রতিষ্ঠান। কর্মঘণ্টা কমানোর প্রভাব কর্মীদের ও তাঁদের সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য অত্যন্ত উপকারী হিসেবে পাওয়া গেছে। চার দিনের অফিসে কর্মীরা ভালো শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা জানিয়েছেন। এতে অফিস ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বেড়েছে। কাজের সময় আগের চেয়ে কম ক্লান্তিতে ভোগার কথা জানান কর্মীরা।
সম্প্রতি যুক্তরাজ্যের ২৮টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও সিইওরাও বলেছেন, চার দিনের সপ্তাহ তাঁদের কোম্পানিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। এগুলোর প্রভাব বাস্তবভিত্তিক ও দীর্ঘস্থায়ী।
চার দিনের কর্মসপ্তাহ নিয়ে নানা পরীক্ষা–নিরীক্ষার পরে দেখা গেছে, সপ্তাহে পাঁচ দিনের জায়গায় চার দিন কাজ করলে কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। শুধু তা-ই নয়, ওই সব কোম্পানির রাজস্বও বেড়েছে। এ অবস্থায় দেখে নেওয়া যাক কোন কোন দেশ এখন চার দিনের অফিসের ক্ষেত্রে এগিয়ে। সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে বিশ্বের অন্যতম একটি ম্যাগাজিন সিইওওয়ার্ল্ড ম্যাগাজিন। বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়িক ম্যাগাজিনটি সিইও, সিএফওসহ উচ্চস্তরের নির্বাহী পেশাদার, ব্যবসায়ী নেতা ও ব্যক্তিদের জন্য নানা খবর প্রকাশ করে।
জাপান২০২৫ সালের এপ্রিলে টোকিও সরকারি কর্মচারীদের জন্য চার দিনের কর্মসপ্তাহ চালু করেছে। এ ঘোষণা ২০২৪ সালের ডিসেম্বরেই দিয়েছিল দেশটি। এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো ক্রমহ্রাসমান প্রজননহার মোকাবিলা করা এবং কারোশির (অতিরিক্ত কাজের কারণে মৃত্যু) বিরুদ্ধে লড়াই করা। চার দিনের এ কর্মসূচি চালু করার অন্যতম কারণ কর্মক্ষেত্রে লিঙ্গ–ভারসাম্য উন্নত করারও চেষ্টা করা। জাপানে শ্রমবাজারে ৭২ শতাংশ পুরুষের তুলনায় ৫৫ শতাংশ নারী কাজ করেন। কর্মীরা তিন দিনের ছুটিতে পরিবার ও কর্মজীবনের ভারসাম্য আনতে পারবেন বলেই দেশটি চার দিনের অফিস চালু করেছে।
বেলজিয়ামবেলজিয়াম প্রথম ইউরোপীয় দেশ হিসেবে ২০২২ সালে চার দিনের অফিস শুরু করে। শ্রমচুক্তির অংশ হিসেবে চার দিনের কর্মসপ্তাহের আইন প্রণয়ন করে। করোনা–পরবর্তী সময়ে বেলজিয়ামের এ উদ্যোগ প্রশংসিত হয়। এ উদ্যোগে কর্মীদের সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করতে হয়।
জার্মানিজার্মানির ৪১টি কোম্পানি ৬ মাসের পাইলট প্রোগ্রাম চালু করে ২০২৩ ও ২০২৪ সালে। পরে ৪১টি কোম্পানির মধ্য ৭৩ শতাংশই চার দিনের সপ্তাহের মডেলটি চালিয়ে যায়। জার্মানি বিশ্বে দক্ষ কর্মসংস্কৃতির জন্য পরিচিত একটি দেশ। দেশটির কর্মীরা সপ্তাহ ৩৪ ঘণ্টা কাজ করেন।
আইসল্যান্ডইউরোপের মধ্য আইসল্যান্ড যুগান্তকারী একটি কাজ করে সরকারি খাতের কর্মীদের কর্মঘণ্টা কমানোর মধ্য দিয়ে। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশটি পরীক্ষামূলকভাবে সরকারি কর্মীদের বেতন না কমিয়ে সাপ্তাহিক কর্মঘণ্টা ৪০ থেকে ৩৫–৩৬–এ কমিয়ে আনে। ২০২২ সালের মধ্যে দেশটির ৫১ শতাংশের বেশি কর্মী চার দিনের কর্মসপ্তাহে ঢুকে যান। এর ফলে শারীরিক সুস্থতা ও কর্মদক্ষতায় উল্লেখযোগ্য উন্নতি হয়। বেতন না কমিয়ে কর্মঘণ্টা কমানোর এই নীতি আইসল্যান্ডের অর্থনীতিতে কোনো বাধা তৈরি করতে পারেনি, তাই ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ এখনো আইসল্যান্ড।
আরও পড়ুনসপ্তাহে ১ দিন কাজ ছয় দিন ছুটি—বিশ্বের কোন দেশে আছে এমন চাকরি২২ এপ্রিল ২০২৫ডেনমার্কডেনমার্ক আনুষ্ঠানিকভাবে চার দিনের কর্মসপ্তাহ গ্রহণ করেনি। তবে বিশ্বের অন্যতম সংক্ষিপ্ততম কর্মসপ্তাহে দেশগুলোর মধ্যে একটি ডেনমার্ক। ডেনিশ ছুটির আইন (২০২০) অনুযায়ী কর্মীরা বছরে পাঁচ সপ্তাহ পর্যন্ত বেতনভুক্ত ছুটি পান। এতে কর্মজীবনের ভারসাম্যের প্রতি তাদের প্রতিশ্রুতিকে আরও জোরদার করে।
অস্ট্রেলিয়া২০২২ সালের আগস্টে অস্ট্রেলিয়ার ২৬টি কোম্পানি চার দিনের কর্মসপ্তাহের পাইলট প্রোগ্রাম চালু করে। এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে ব্যাপারটি। এ উদ্যোগ দেশটি নিয়েছে প্রচলিত কর্মকাঠামো পুনর্গঠনের কাজ হিসেবে।
স্পেনস্পেন ভ্যালেন্সিয়ায় ২০২৩ সালে সপ্তাহে তিন দিন ছুটির পাইলট প্রোগ্রাম চালু করে। সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে শনি ও রোববার সাপ্তাহিক ছুটির সঙ্গে প্রতি সোমবার ওই এলাকার কর্মীরা ছুটি পান। এ ছাড়া স্প্যানিশ সরকার দেশটির বিভিন্ন কোম্পানিকে এই মডেলে রূপান্তরিত হতে উৎসাহিত করে আসছে। এ জন্য ৫০ মিলিয়ন ইউরোর একটি প্রকল্প তিন বছরের জন্য ট্রায়াল হিসেবে চালু করেছে। যদিও দেশব্যাপী চার দিনের সপ্তাহ শুরু এখনো অনিশ্চিত, তবে কিছু স্প্যানিশ ব্যবসাপ্রতিষ্ঠান ইতিমধ্যেই চার দিনের কর্মসপ্তাহ গ্রহণ করেছে।
বিশ্বের অনেক দেশে চার দিনের অফিস চলছে। এবার সেই পথে সৌদি আরব.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ র দ ন র অফ স ভ রস ম য কর ম দ র র জন য র অন য ক জ কর কর ম র সরক র ব যবস
এছাড়াও পড়ুন:
চট্টগ্রাম–কক্সবাজার রুটে দুই ট্রেনের সময় বদলে যাচ্ছে
চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলা সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরীক্ষামূলকভাবে নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন সময়সূচি আগামী ১০ আগস্ট থেকে কার্যকর হবে।
রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস (৮২১ নম্বর ট্রেন) ট্রেনটি এখন সকাল সোয়া ৬টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। নতুন সূচি অনুযায়ী, পরীক্ষামূলকভাবে এ ট্রেন চলাচল করবে ভোর ৫টা ৫০ মিনিটে।
আর কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস (৮২২ নম্বর ট্রেন) ট্রেনটি কক্সবাজার স্টেশন ছাড়বে সকাল ১০টায়। এখন এ ট্রেন ছাড়ে ১০টা ২০ মিনিটে। গত মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।
চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলরত সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেসের সময়সূচি পরীক্ষামূলকভাবে পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের উপপ্রধান পরিচালন কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরান।
রেলওয়ের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীকের সই করা এক চিঠিতে বলা হয়েছে, যাত্রীদের চাহিদা ও সময়ানুবর্তিতা রক্ষায় সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনার জন্য কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস এবং চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে এখন দুই জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করে আরও দুই জোড়া আন্তনগর ট্রেন।
কক্সবাজার রেললাইনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল ২০২৩ সালের ১ ডিসেম্বর। প্রথমে ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস নামে আন্তনগর বিরতিহীন ট্রেন দেওয়া হয়। এরপর গত বছরের জানুয়ারিতে চলাচল শুরু করে পর্যটক এক্সপ্রেস। এটাও দেওয়া হয় ঢাকা থেকে। চট্টগ্রাম থেকে ট্রেন না দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
গত বছরের ৮ এপ্রিল চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এক জোড়া বিশেষ ট্রেন চালু করা হয়। দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এই ট্রেন। এরপর ইঞ্জিন ও কোচের সংকটের কথা বলে গত বছরের ৩০ মে তা বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের চাপে সেই অবস্থান থেকে সরে আসে রেলওয়ে। গত বছরের ১২ জুন থেকে আবার চালু হয় ট্রেন। আর নিয়মিত ট্রেন চলাচল শুরু হয় চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে।
সৈকত এক্সপ্রেস ট্রেনটি যাত্রী ওঠানামার জন্য ষোলশহর, জানালী হাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজরা ও রামু স্টেশনে থামবে।
আর প্রবাল এক্সপ্রেস যাত্রাপথে থামবে ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে।