জমে উঠেছে ঈদের কোরবানির হাট। দেশের নানা প্রান্তে বিরাট বিরাট হাট জমে উঠেছে। ঈদের হাট মানেই ক্রেতা-বিক্রেতার দামদর। আগে ক্রেতারা নগদ টাকা নিয়ে ঘুরতেন বা অনেক ঝক্কিঝামেলার মধ্য দিয়ে কৃষক ও ব্যাপারীদের হাতে অর্থ তুলে দিতেন। কয়েক বছর ধরেই মোবাইল ব্যাংকিং সেবা ও বিভিন্ন ব্যাংকের অনলাইন ব্যাংকিং সেবা, হাটে থাকা বুথ নগদহীন বা ক্যাশলেস লেনদেনের সুযোগ করে দিচ্ছে। এবারও বিভিন্ন হাটবাজারে এমন সুযোগ রয়েছে।
ক্যাশলেস লেনদেনে আগ্রহ বাড়ছে
দেশের বড় বড় কোরবানির হাটে ক্যাশলেস লেনদেন কয়েক বছর ধরেই চালু আছে। সেই ধারাবাহিকতায় এবারও অনেক হাটে প্রথমবারের মতো ক্যাশলেস লেনদেনের সুযোগ রাখছেন ইজারাদার ও আয়োজকেরা। ঢাকার লালবাগে রহমতগঞ্জ খেলার মাঠে গরু-ছাগলের হাট আয়োজন করা হয়েছে। হাট আয়োজক কর্তৃপক্ষের সদস্য মো.
মতিঝিলের কোরবানির পশুর হাট আয়োজন করা হচ্ছে কমলাপুর–সংলগ্ন বালুর মাঠে। মাঠের ইজাদার মোহাম্মদ ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের হাটে কয়েক হাজার পশু বিক্রির লক্ষ্যে ব্যবস্থাপনা করছি। আমাদের হাটে নিয়মিত মোবাইল ব্যাংকিং সেবার পাশাপাশি ঢাকা ব্যাংকের বুথ ও ব্যাংকিং সেবা থাকবে। ব্যাংকের মাধ্যমে ক্রেতারা ক্যাশলেস লেনদেন করতে পারবেন। কোরবানির পশুর হাটে বসানো বুথ থেকে ক্রেতারা ডেবিট বা ক্রেডিট কার্ডের পাশাপাশি পিওএস মেশিন ব্যবহার করে লেনদেন করতে পারবেন। নগদ অর্থ তুলে গরুর মূল্য পরিশোধ করতে পারবেন।’
বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ এমরান বলেন, গত বছর বিভিন্ন হাটে ব্যাংকিং সেবা চালু ছিল। বিভিন্ন ব্যাংক বুথের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করেছে। এবার বিভিন্ন হাট জমে উঠতে শুরু করেছে। এখন ক্রেতা-বিক্রেতা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারছেন। বিভিন্ন গরুর হাটে ক্রেতা-বিক্রেতারা লেনদেন সহজে করার জন্য মোবাইল ব্যাংকিং বেশ ব্যবহার করছেন। আশা করছি, এবারও ঈদে বিভিন্ন হাটে ক্যাশলেস লেনদেন করবেন ক্রেতারা।’
কেন নগদহীন লেনদেন জনপ্রিয় হচ্ছে
মোবাইল ব্যাংকিং সেবার বিস্তৃতির কারণে এখন নগদহীন লেনদেনের ব্যবহার গরুর হাটের মধ্যেও চলে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক খালেদ মাহমুদ বলেন, ‘এখন মানুষ ক্যাশলেস লেনদেনে আগ্রহী হচ্ছে। বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন করলে বিভিন্ন অফার অনেককে উৎসাহ দিচ্ছে। আবার কোরবানির ঈদে অর্থ পরিবহনে নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক কৃষক, খামারি ও ব্যাপারীদের জন্য লাখ লাখ টাকা হাতে বাড়িতে নিয়ে যাওয়া নিরাপদ নয়। এ ক্ষেত্রে আমরা অনেক প্রতারণা বা ছিনতাইয়ের খবরও পাই। এসব কারণে মানুষ ক্যাশলেস লেনদেনমুখী হচ্ছে আগের থেকে বেশি।’
সিটি ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস তৌহিদুল আলম বলেন, এখন মানুষ ক্যাশলেস লেনদেনের দিকে ঝুঁকছে। বিভিন্ন হাটেও ক্যাশলেস লেনদেন ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। মোবাইল ফোন, মোবাইল ফোনের অ্যাপ থেকে শুরু করে সব ধরনের কার্ডের মাধ্যমে কোরবানির পশুর দাম পরিশোধ করছে মানুষ। আমাদের সিটি ব্যাংকের বিভিন্ন কার্ড ব্যবহার করে ৭৫টির বেশি খামার থেকে নগদহীন লেনদেনের মাধ্যমে গবাদিপশু কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা। এ ছাড়া বিভিন্ন হাটবাজারের আশপাশে সিটি ব্যাংকের এটিএম বুথ, এজেন্ট ব্যাংকিং সেবা থেকেও মানুষ বড় অঙ্কের টাকা লেনদেন করতে পারছে। এ ধরনের লেনদেনে বেশি সময় লাগে না আর সামগ্রিকভাবে নিরাপদ বলে ক্রেতা-বিক্রেতা সবাই আগ্রহী হয়ে উঠছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় কমার্শিয়াল সব ব্যাংকই ডিজিটাল লেনদেন জনপ্রিয় করার জন্য কাজ করছে। আমরা এবার ঢাকার অদূরে বছিলা গরুর হাটের খামারি ও কৃষকদের সচেতন করতে কাজ করব।’
তৌহিদুল আলম বলেন, ‘হাটে পিওএস মেশিন, কিউআর কোডের মাধ্যমে লেনদেন, এজেন্ট ব্যাংকিং সেবা ব্যবহারের সুযোগ পাবেন সবাই। ক্রেতাদের উদ্দেশে অনেক ডিসকাউন্ট বা ক্যাশব্যাক সুবিধা থাকে বলে ক্রেতা পর্যায়ে ক্যাশলেস লেনদেন জনপ্রিয় হচ্ছে। প্রান্তিক খামারি বা কৃষকদের মধ্যে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করার জন্য আমরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন পরিচালনা করছি। এখন প্রান্তিক খামারি বা কৃষকেরাও পার্সোনাল রিটেইল অ্যাকাউন্টের মাধ্যমে ডিজিটাল লেনদেনের সুযোগ নিতে পারছে।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল নদ ন র স য গ ল নদ ন করত আম দ র হ ট ক রব ন র ব যবহ র র জন য
এছাড়াও পড়ুন:
কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন
সময়ের আলোচিত রাজনৈতিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী হয়েছেন।
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এই সংসদীয় আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পেলেন।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অসুস্থ চেয়ারপারসন এবং লন্ডনে অবস্থান করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে চলমান আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।
ঢাকা/তারেক/রাসেল