টেস্ট দলে ফিরছেন এবাদত, দীর্ঘমেয়াদে নেতৃত্ব পাচ্ছেন শান্ত
Published: 4th, June 2025 GMT
লিটন কুমার দাসকে টি-২০ অধিনায়ক করা হয়েছে ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত। টেস্ট এবং ওয়ানডে দলেও দীর্ঘ মেয়াদে অধিনায়ক মনোনীত করা হচ্ছে। নাজমুল হোসেন শান্তর ওপরই আস্থা রাখছে বিসিবি। খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাঁহাতি এ ব্যাটারকে নেতৃত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
এ নিয়ে গতকাল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কথা বলেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দল ঘোষণার সময় শান্তর নেতৃত্বের ঘোষণা দেওয়া হতে পারে।
১৫ জনের টেস্ট দলে চমক হতে পারে পেসার এবাদত হোসেনের প্রত্যাবর্তন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে ছুটি নেওয়া উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাসও ফিরছেন লঙ্কা সফর দিয়ে।
গলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটি শুরু। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরে এটিই হবে বাংলাদেশের প্রথম সিরিজ। গুরুত্বপূর্ণ এ সিরিজে সেরা দল নিয়ে খেলার লক্ষ্য বিসিবির। তাসকিন আহমেদ গোড়ালির চোট পুনর্বাসনে থাকায় শ্রীলঙ্কা সফরে টেস্ট দলে রাখা হচ্ছে না। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে শেষ টেস্ট খেলা এবাদত ফিরতে পারেন লঙ্কা সফর দিয়ে।
জাতীয় লিগ, জাতীয় লিগ টি২০, বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগের পর বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুটি এক দিনের এবং একটি চার দিনের ম্যাচ খেলেছেন টাইগার এ পেসার। নিজেদের মধ্যে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচেও বল হাতে ছন্দে ফেরার বার্তা দেন। লঙ্কা সফরে চার পেসার নিয়ে গেলে তানজিম হাসান সাকিবকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হতে পারে।
১৫ জনের দল হলে মাহিদুল ইসলাম অংকনের সুযোগ কম। ১৬ জন নেওয়া হলে রাখা হতে পারে তাঁকে। আজ স্কোয়াড ঘোষণা করার সম্ভাবনা বেশি। কারণ ঈদের পর ৯ মে অনুশীলন শুরু। ইংল্যান্ডে ছুটি কাটিয়ে ওই দিনই ক্যাম্পে যোগ দেবেন প্রধান কোচ ফিল সিমন্স। ১৩ মে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে দল।
বাংলাদেশের সম্ভাব্য শ্রীলঙ্কা সিরিজের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাহিদ রানা, এবাদত হোসেন ও মাহমুদুল হাসান। অতিরিক্ত: মাহিদুল ইসলাম অংকন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন
সময়ের আলোচিত রাজনৈতিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী হয়েছেন।
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এই সংসদীয় আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পেলেন।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অসুস্থ চেয়ারপারসন এবং লন্ডনে অবস্থান করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে চলমান আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।
ঢাকা/তারেক/রাসেল