সিরাজগঞ্জের রায়গঞ্জ ফুলজোড় নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিহতের পরনে কোন পোশাক ছিল না। তবে সুরতহালের সময় আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে উপজেলার সিমলা এলাকার ফুলজোড় মাঝ নদী থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ফুলজোড় নদীতে ভাসমান মরদেহটি বর্তমানে নৌ পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ তারাই নেবেন।

সিরাজগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো.

রফিকুল ইসলাম জানান, স্থানীয় লোকজন নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। লাশের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ল শ উদ ধ র স র জগঞ জ

এছাড়াও পড়ুন:

মামলা করলেন ঢাবির সেই শিক্ষিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষিকার এডিটেড ও ‘আপত্তিকর’ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে মামলা করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষিকা শেহরীন আনিম ভূঁইয়া মোনামী সোমবার (৩ নভেম্বর) দুপুরে বাদী হয়ে শাহবাগ থানায় মামালাটি করেন।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ মনসুর রাইজিংবিডি ডটকমকে বলেন, “মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তদন্তপূর্বক আসামিদের আইনের আওতায় আনা হবে।”

পুলিশ জানায়, সন্দেহভাজন আসামি মুজতবা খন্দকার সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। মুজতবা তার ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষিকার ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।”

এছাড়া আরো তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। মামলায় বেশ কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যারা এই ছবি ও তথ্য ছড়াতে সাহায্য করেছেন।

ঢাকা/এমআর/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ