আইসিসির দ্বিতীয় শিরোপা জিতল প্রোটিয়ারা, প্রথম কোনটি
Published: 14th, June 2025 GMT
তীরে এসে তরী ঢোবার ঘটনা দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে কম নয়। আইসিসির টুর্নামেন্টে ফেবারিট হিসেবে পা রাখে তারা। গ্রুপ পর্বে দাপুটে ক্রিকেট খেলে। কিন্তু কোয়ার্টার ফাইনাল নয়তো সেমিফাইনালে হোঁচট খায়। যে কারণে তাদের নামের পাশে যোগ হয়ে গেছে চোকার্স বিশেষণ।
ওই চোকার্স তমকা সম্প্রতি ঘোচানোর সুযোগ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেনরা। কিন্তু সেখানে হতাশ হতে হয় তাদের। ভারতের বিপক্ষে হৃদয় ভাঙে দক্ষিণ আফ্রিকার।
অবশেষে হতাশার বৃত্ত ভাঙলেন এইডেন মার্করাম-টেম্বা বাভুমারা। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবার আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে চোকার্স শুনে ক্লান্ত প্রোটিয়াদের এটি প্রথম নয় আইসিসির দ্বিতীয় শিরোপা।
এর আগে ২৭ বছর আগে আইসিসির ট্রফি জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সালটা ১৯৯৮। সেবার বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের নাম অবশ্য শুরুতে আইসিসি নকআউট ট্রফি ছিল। পরে চ্যাম্পিয়ন্স ট্রফি হিসেবে পরিচিতি পায়। প্রথম ওই আসরের চ্যাম্পিয়ন হয়েছিল প্রোটিয়ারা। একই বছর কমনওয়েলথে স্বর্ণ জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।