তীরে এসে তরী ঢোবার ঘটনা দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে কম নয়। আইসিসির টুর্নামেন্টে ফেবারিট হিসেবে পা রাখে তারা। গ্রুপ পর্বে দাপুটে ক্রিকেট খেলে। কিন্তু কোয়ার্টার ফাইনাল নয়তো সেমিফাইনালে হোঁচট খায়। যে কারণে তাদের নামের পাশে যোগ হয়ে গেছে চোকার্স বিশেষণ।

ওই চোকার্স তমকা সম্প্রতি ঘোচানোর সুযোগ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেনরা। কিন্তু সেখানে হতাশ হতে হয় তাদের। ভারতের বিপক্ষে হৃদয় ভাঙে দক্ষিণ আফ্রিকার।

অবশেষে হতাশার বৃত্ত ভাঙলেন এইডেন মার্করাম-টেম্বা বাভুমারা। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবার আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে চোকার্স শুনে ক্লান্ত প্রোটিয়াদের এটি প্রথম নয় আইসিসির দ্বিতীয় শিরোপা।

এর আগে ২৭ বছর আগে আইসিসির ট্রফি জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সালটা ১৯৯৮। সেবার বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের নাম অবশ্য শুরুতে আইসিসি নকআউট ট্রফি ছিল। পরে চ্যাম্পিয়ন্স ট্রফি হিসেবে পরিচিতি পায়। প্রথম ওই আসরের চ্যাম্পিয়ন হয়েছিল প্রোটিয়ারা। একই বছর কমনওয়েলথে স্বর্ণ জিতেছিল দক্ষিণ আফ্রিকা।  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আইস স র ফ ইন ল

এছাড়াও পড়ুন:

বন্ধুদের নিয়ে ‘উড়াল’

আট বছর আগে জোবায়দুর রহমানকে গল্পটা শুনিয়েছিলেন সম্রাট প্রামানিক। জোবায়দুর তখন সহকারী পরিচালক, স্বপ্ন চলচ্চিত্র নির্মাতা হওয়া। কয়েক বছর পর সত্যি সত্যিই যখন সিনেমা নির্মাণের কথা ভাবলেন, শুরুতেই তাঁর সেই গল্পের কথা মনে পড়ল। সম্রাটকে ফোন করলেন জোবায়দুর, চায়ের দোকানে বসে আবারও গল্পটা শুনলেন। ঠিক করলেন, এ গল্প থেকেই ছবি বানাবেন তিনি।

পেশাদার কোনো প্রযোজকের কাছে যাননি জোবায়দুর, নিজেরাই স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করেছেন; পাশে ছিলেন ভাই-বন্ধুরা। নির্মাতা বললেন, ‘এটাই আমার প্রথম নির্মাণ, আগে কোনো কাজ করিনি। কী করা যায়? আশপাশের ভাই–বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম। শরীফ সিরাজ, সম্রাট প্রামানিক, জহিরুল ইসলামসহ তিন-চারজন মিলে কাজটা শুরু করি।’ তাঁরা কেন বিনিয়োগ করলেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা জোবায়দুর বলেন, ‘গল্পের কারণে আগ্রহী হয়েছেন তাঁরা।’

শুটিংয়র ফাঁকে তোলা ছবি

সম্পর্কিত নিবন্ধ