ব্রিটেনের ফিলিস্তিনিপন্থী কর্মীরা মধ্য ইংল্যান্ডে বিমান বাহিনীর ঘাঁটিতে ভাঙচুর চালিয়েছে। সেখানে তারা জ্বালানি ও পরিবহনের জন্য ব্যবহৃত দুটি সামরিক বিমানের উপর লাল রঙ ছিটিয়ে দিয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স।

প্রচারণা গোষ্ঠী প্যালেস্টাইন অ্যাকশন জানিয়েছে, তাদের দুই কর্মী অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ঘাঁটিতে প্রবেশ করে ভয়েজার বিমানের ইঞ্জিনে রঙ ছিটিয়ে দেয় এবং বাঁকানো লোহাদণ্ড দিয়ে আরো ক্ষতি করেছে।

গ্রুপটি এক বিবৃতিতে বলেছে, “ইসরায়েলি সরকারের প্রকাশ্যে নিন্দা জানানো সত্ত্বেও ব্রিটেন সামরিক পণ্যসম্ভার পাঠাচ্ছে, গাজার উপর গুপ্তচর বিমান উড়িয়েছে এবং মার্কিন/ইসরায়েলি যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহ করছে। ব্রিটেন কেবল জড়িত নয়, দেশষটি গাজা গণহত্যা এবং মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধাপরাধের সক্রিয় অংশগ্রহণকারী।”

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘ভাংচুরের’ নিন্দা জানিয়েছে এবং বলেছে যে তারা তদন্তের জন্য পুলিশের সাথে কাজ করছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আমাদের সশস্ত্র বাহিনী ব্রিটেনের শ্রেষ্ঠত্ব প্রতিনিধিত্ব করে। তারা আমাদের জন্য তাদের জীবন বাজি রেখেছিল এবং তাদের কর্তব্য, নিষ্ঠা ও নিঃস্বার্থ ব্যক্তিগত ত্যাগের প্রদর্শন আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। যারা আমাদের রক্ষা করে তাদের সমর্থন করা আমাদের দায়িত্ব।”

পুলিশ জানিয়েছে, তারা বিমান ঘাঁটিতে প্রবেশাধিকার এবং অপরাধমূলক ক্ষতি সাধনের বিষয়ে একটি প্রতিবেদন তদন্ত করছে।

প্যালেস্টাইন অ্যাকশন গোষ্ঠীটি জানিয়েছে, তারা রানওয়েতে রঙ ছিটিয়েছে এবং সেখানে একটি ফিলিস্তিনি পতাকা রেখে গেছে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য আম দ র

এছাড়াও পড়ুন:

কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন

সময়ের আলোচিত রাজনৈতিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী হয়েছেন।

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এই সংসদীয় আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পেলেন।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অসুস্থ চেয়ারপারসন এবং লন্ডনে অবস্থান করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে চলমান আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।

ঢাকা/তারেক/রাসেল

সম্পর্কিত নিবন্ধ